Monday , 11 March 2024 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

(আদালতের আদেশ অমান্য করে) বাকেরগঞ্জের দাড়িয়ালে মুক্তিযোদ্ধার জমি দখল করে নির্মাণ কাজ করছে অসাধুচক্র

 

  • নিজস্ব প্রতিবেদকঃ   বাংলাদেশ বিনির্মাণের শ্রেষ্ঠ কারিগর, দেশের শ্রেষ্ঠ সন্তান, যারা নিজের জীবনকে বাজি রেখে বাংলাদেশ নামক একটি মানচিত্র উপহার দিয়েছেন,সেই মুক্তিযোদ্ধারাই যদি অশুভশক্তির কাছে হেরে যায় এটা সাধারন নাগরিক হিসেবে আমাদের কাছে লজ্জার।
    বাকেরগঞ্জ উপজেলার ৩ নং দাড়িয়াল ইউনিয়নের কামারখালী বাজারে বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান শিকদারের জমি দখল করে ভবন নির্মান কাজ করছে এলাকার জাহাঙ্গীর হাওলাদার ছেলে কাউসার হাওলাদার।
    সরে জমিনে গিয়ে দেখা যায়- দাড়িয়াল ইউনিয়নের কামারখালী বাজারের মধ্যে আব্দুর রশিদ হাওলাদারের ১০৪ নং কোযাবর মৌজায়,এস এ ৩০২ ও ৩০৮ নং খতিয়ানের এস এ হাল দাগ ১০৪৯ ও ১০৫১ দাগের দোকান ঘর সহ জমি খরিদ করেন একই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান শিকদার।
    কিন্তু এই জমি নিয়ে পূর্বে থেকেই বিরোধ চলছিলো আপর এক খরিদদার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে কাউসার হাওলাদারের সাথে।
    স্থানীয় ভাবে শালিশি বৈঠক হলেও সুষ্ঠ সমাধান দিতে পারেননি কেহ।যেই শালিশিতে উপস্থিত ছিলেন, দাড়িয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ভাই বাচ্চু হাওলাদার, মোহাম্মদ ফারুক মুন্সী,ইউপি সদস্য শহিদুল ইসলাম সহ অনেকে।
    শালিশি গনের রায় অমিমাংশিত থাকায় জমির প্রকৃত মালিক(আগের)আব্দুর রশিদ হাওলাদার আদালতের শরণাপন্ন হন।
    বিজ্ঞ আদালত ১৪৪/১৪৫ জারি করে স্থগিতাদেশ জারি করেন। এবং উভয় পক্ষকেই সমাধান না হওয়া পর্যন্ত শান্ত থাকার অনুরোধ করেন।
    কিন্তু গত ৬ ই মার্চ গভীর রাতে এক অশুভশক্তির ইন্দনে কাউসার হাওলাদার অধিক জনবল নিয়ে পেশি শক্তি প্রয়োগ করে নির্মান কাজ শুরু করেন।দ্রুত এই খবর মুক্তিযোদ্ধা মান্নান শিকদারের ছেলে সুলতান মাহমুদ জানতে পেরে সাথে সাথেই তার পিতাকে জানালে এম এ মান্নান শিকদার
    ৯৯৯ এ কল দিয়ে বিষয়টা জানালে ৯৯৯ কন্ট্রোল রুম থেকে স্থানীয় পুলিশকে ব্যাবস্থা গ্রহন করতে বলায় তাৎক্ষণিক ভাবে সরশী পুলিশ ফাড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এ এস আই মহিউদ্দিন ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে নির্মান কাজ বন্ধ করে দেন।
    এ বিষয়ে সরশী পুলিশ ফাড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক সুশান্তর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমি ঘটনা জানি,এবং যেখানে আদালতের ১৪৪/১৪৫ জারি আছে কাউকে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে দেওয়া হবেনা।
    মুক্তিযোদ্ধা এম এ মান্নান শিকদারের ছেলে মাহমুদ জানান,কাউসার হাওলাদার অধিক শ্রমিক নিয়ে নির্মান কাজ করার খবর পেয়ে ছুটে আসেন ঘটনা স্থলে।মাহমুদ পুলিশ প্রশাসনের সহযোগিতা নিলেও কাউসার হাওলাদারের অশুভশক্তির কাছে আতংকে আছেন বলে জানান। তবে পেশি শক্তি ব্যাবহার করে জমি দখলের বিষয়টা স্থানীয় সাংসদ সদস্য মেজর জেনারেল আবদুল হাফিজ মল্লিক কে মোবাইলের মাধ্যমে জানিয়েছেন বলে জানান এম এ মান্নান শিকদার।এবং সাংসদ সদস্য এর যথাযথ পদক্ষেপ নিবেন বলেও জানান তিনি। বীর মুক্তিযুদ্ধের সোনার ছেলেদের ক্রয় কৃত জমি নিয়ে এমন দখল বানিজ্য বন্ধ্যের প্রশাসনের হস্তক্ষেপ চান তার পরিবার ও এলাকাবাসী।
শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

বরিশালের ঐতিহ্যবাহী স্টিমার ঘাট মসজিদ কমিটি নিয়ে সরগরম, সৎ ও যোগ্য ব্যক্তি চায় মুসল্লিরা

বোরহানউদ্দিনের সাবেক মেয়র মিলন মিয়ার রোগমুক্তি কামনা

ঢাকায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে সাড়ে৮টায় বায়তুল মোকাররম মসজিদেঅনুষ্ঠিত হবে

ঐতিহ্যবাহী বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সুজন আহমেদ

বারবাজার একই সাথে তিনটি সন্তান জন্ম

হত্যার ভয়ে পালিয়ে বেরাচ্ছে প্রধান শিক্ষক রাজাপুরে সৎভাইদের ভয়ে এলাকাছারা বড় ভাই!

বরিশাল নগরীর ভাটিখানা অযত্ন-অবহেলায় পড়ে আছে বসু বাড়ির মঠ

বিরামপুরে নারীর লাশ উদ্ধার

রুপাতলী শ্রমিক ইউনিয়নের দুই কমিটি বাতিল, সাবেক কমিটিকে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে