Thursday , 17 August 2023 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

বরিশালের মুক্তিযোদ্ধা পার্কে সন্ধ্যা হলেই নামে ঘুটঘুটে অন্ধকার, চলে অশ্লীল কাজ

ইমরান জিহাদ ::: বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডস্থ কীর্তনখোলা নদীর পাশ্ববর্তী তীরে অবস্থিত ‘মুক্তিযোদ্ধা পার্ক’। এ স্থানটিতে দুর-দূরান্ত থেকে নানা পর্যটক ঘুরতে আসেন। তবে পার্কটিতে সন্ধ্যার পর আলো না থাকায় দেখা দেয় ঘুটঘুটে অন্ধকার। সেই সুযোগ কাজে লাগিয়ে ঘুরতে আসা উঠতি বয়সি স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী ও তরুণ-তরুণীরা অশ্লীল কাজে লিপ্ত হয়। পাশাপাশি রাত বাড়লেই পার্কটিতে মাদক বিক্রি ও মাদক সেবনের আসর জমে ওঠে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ‍ঘুরতে আসা আন্যান্য পর্যটকরা।

 

আজ বুধাবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর সরেজমিনে গিয়ে দেখা যায়- পার্কের লাইটপোষ্ট গুলোতে বাতি জ্বলছে না। ফলে পার্কের মধ্যে ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে উঠতি বয়সি স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী ও তরুণ-তরুণীরা অশ্লীল কাজে লিপ্ত হচ্ছে। বিষয়টি আচ করতে পেরে বিব্রতকর পরিস্থিতিতে পরছেন পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা।

এ সময় কথা হয় স্থানীয় রাব্বি নামের এক যুবকের সাথে। তিনি বলেন, এই পার্কের ল্যাম্পপোস্ট গুলোতে প্রায় ৬ মাসের বেশি কোনে আলো জলে না। সেই সুযোগে ঘুরতে আসা যুবক-যুবতি ও তরুণ-তরুণীরা অশ্লীল কাজে লিপ্ত হয়। প্রশাসনের নজরদারি না থাকায় ‘মুক্তিযোদ্ধা পার্ক’ যুবক-যুবতি ও তরুণ-তরুণীদের জন্য নিরাপদ স্থান হিসেবে পরিচিতি পেয়েছে।

রুবেল নামে স্থানীয় এক ব্যক্তি জানান, পার্কটি সারাদিন স্বাভাবিক থাকলেও রাতের আধাঁর নামলেই প্রায় সময়ই কিছু বখাটে যুবকদের দেখা মেলে এবং পার্ক জনশূন্য হয়ে পড়লে মাদক বিক্রি ও মাদক সেবনের আসর জমে ওঠে। বর্তমানে মাদক ও অবৈধ কার্যক্রমের জন্য নিরাপদ স্পট হয়ে দাঁড়িয়েছে পার্কটি।

এ বিষয়ে কথা বলতে চাইলে পার্ক রক্ষক ও কর্তৃপক্ষের কাউকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তবে পার্কের পার্শ্ববর্তী বিআইডব্লিউটিএ’র রক্ষক এক আনসার সদস্য বলেন, রাত ১০ টার পর আমাদের এরিয়ার ভিতরে বহিরাগত কেউ থাকলে আমরা বের করে দেই। তবে নদীর পাশের পার্ক এরিয়াটা হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের অধীনে, ওটা আমাদের এরিয়ায় না এর জন্য আমরা অশ্লীল কার্যক্রম দেখলেও কিছু বলি না।

এ বিষয় বরিশাল সিটি কর্পোরেশন এর ১০ নং ওয়ার্ড এর সুপারভাইজার আনোয়ার হোসেন বলেন, এইতো কিছু দিন আগে মিটার বোর্ডে আগুন লেগে পার্কের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়। এর পর থেকে পার্কে ল্যাম্পপোস্টের লাইটগুলো আর জ্বলেনা। বল লাইটগুলো দুর্যোগের সময় ভেঙে গেছে তার পর আর লাগানো হয় নাই। এবিষয়ে আমি কিছু দিন আগে লিখিত অভিযোগ দিয়েছি সিটি কর্পোরেশনে এবং আমার উর্ধতন কর্মকর্তা কে জানিয়েছি।
আজকে (বিদ্যুৎ) সংযোগ শাখার লোক আসার কথা ছিলো, আসতে পারিনি কালকে আসবে বলছে।।

এ বিষয় বরিশাল কোতোয়ালি মডেল থানায় অফিসার্স ইনচার্জ ওসি আনোয়ার হোসেন বলেন আমি বিষয় টি আপনার মাধ্যমে জানতে পেরেছি।
যদি এমন অসামাজিক অশ্লীল কার্যকলাপ ওই খানে হয়।তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে খুব দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর মান্দায় বজ্রপাতে দুই কৃষক নিহত

কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৪ টি আগ্নেয়াস্ত্র গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ ৬ ডাকাত আটক

রোদ-বৃষ্টির লুকোচুরির সঙ্গী আফসোস

বৃহস্পতিবার যান চলাচল স্বাভাবিক রাখবে মালিক সমিতি।

দক্ষিণ এশিয়া বিজনেস এ্যাওয়ার্ড পেলেন এস.এম জাকির হোসেন

বাকেরগঞ্জে চাঁদাবাজির বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বরিশালে লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়

না জানিয়ে বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত করায় ক্ষোভ প্রকাশ।

চেয়ারম্যান পদে আব্দুল মমিন টুলুসহ সদস্য পদে ১০জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

গলাচিপা থেকে যোগাযোগ ব্যবস্থার দ্রুতি করণে প্রধানমন্ত্রীর লক্ষ্য নিয়ে কাজ করছি- এস এম শাহজাদা (এমপি)