বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে অবৈধ টোলের চাঁদা আদায় কারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান খান খোকন। ৩১ আগস্ট (বুধবার) বিকাল ৫ টায় দাদুর হাট বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৩১ আগস্ট স্থানীয় একটি পত্রিকায় “বাকেরগঞ্জ চাঁদার দাবিতে নির্মান কাজ বন্ধ করে দিলেন চেয়ারম্যান খোকন” এই শিরোনামে একটি মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশিত হয় বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যায় তিনি জানান, কথিতো দাদুর হাট বাজারে ২১ জন বৈধ মালিকনাধিন ব্যবসায়ী অবৈধ টোলের চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও জমি সুষ্ঠ বন্টনের লিখিত আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে আইন ও বিধি মোতাবেক বিবাদীদের নোটিশ প্রদান করি। নোটিশে আগামী ১ সেপ্টম্বর সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদে বিষটি নিয়ে বসার কথা। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কথিত নুর ইসলাম অবৈধ চাঁদাবাজ চক্র লিপ্ত হয়ে বিভিন্ন প্রপাগন্ড সৃষ্টি করে আসছে। তিনি আরো জানান, বিগত ২০০০ সালে মরহুম শাহজাহান খান ও মরহুম মঞ্জু মহরী স্ব-উদ্দ্যোগে বিনা স্বার্থে দাদুর হাটের সৃষ্টি করেন। পরবর্তীতে এলাকার কিছু সংখ্যক জামাত ও বিএনপির সন্ত্রাসী ও চাঁদাবাজ সংঘবদ্ধ চক্র একত্রিত হয়ে বাজার উন্নয়নের নামে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদের আগোচরে বাজারে অগাত সকল ধরণের বিক্রেতাদের কাছ থেকে সপ্তাহে তিন দিন শনি, মঙ্গল ও বৃহস্পতিবার অবৈধভাবে চাঁদা উত্তোলন করতে থাকে। যা বর্তমানেও চলমান আছে। আমি এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়, চেয়ারম্যান উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বাকেরগঞ্জকে অবহিত করেছি। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি জানান, উক্ত বাজারে আমার নিজ নামে বিএস রেকর্ডকৃত জমি বিদ্যমান আছে যাহার ঐ চাঁদাবাজ চক্রের কবলে। কথিত নুর ইসলামের স্থাপনা কোথায় বা কি অবস্থায় আছে, চলমান না স্থগিত তা সম্পর্কে আমি জ্ঞাত নই। আপনাদের প্রতি সত্য বস্তু নিষ্ঠ সঠিক সংবাদ পরিবশনের অনুরোধ করছি ও প্রচারিত মিথ্যা সংবাদের তিব্র নিন্ধা ও প্রতিবাদ জানাচ্ছি।