Wednesday , 25 May 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

সাবরিনাসহ জেকেজির ৮ জনের মামলায় যুক্তিতর্ক হয়নি

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে ডা. সাবরিনা চৌধুরীসহ আট জনের প্রতারণার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। বুধবার (২৫ মে) এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল।

তবে মামলার বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক হাসিবুল হক যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৮ জুন দিন ধার্য করেছেন।
এর আগে গত ১১ মে এই মামলার আট আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেছেন। ওইদিন ডা. সাবরিনা ও তার স্বামী আরিফুল চৌধুরী লিখিত বক্তব্য জমা দেন। এরপর আদালত ২৫ মে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সিএমএম আদালতে স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ তথ্য জানান।

গত ২০ এপ্রিল মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। চার্জশিটভূক্ত ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাবরিনা-আরিফুল ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন—আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও এবং জেবুন্নেসা।

২০২০ সালের ৫ আগস্ট তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক লিয়াকত আলী। এরপর একই বছরের ২০ আগস্ট একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন।

করোনার ভুয়া রিপোর্ট দেওয়া প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ারের কর্ণধার আরিফুল চৌধুরীর স্ত্রী ডা. সাবরিনা চৌধুরী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একজন চিকিৎসক। মামলার পর ওই প্রতিষ্ঠান থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেকেজির চেয়ারম্যানের দায়িত্বে সাবরিনা আছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়।

২০২০ সালের ১২ জুলাই সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেন জেকেজির প্রতারণা মামলার তদন্ত কর্মকর্তা, ডিসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে না পারায় তাকে তেজগাঁও থানায় আগেই আরিফুলের বিরুদ্ধে হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়।

২০২০ সালের ২৩ জুন করোনার ভুয়া সনদ দেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আরিফুলসহ ছয়জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারের পর থানা হাজতে থাকা অবস্থায় আরিফুলের ক্যাডার বাহিনী ভাঙচুর ও হামলা করে থানায়। মারধর করে পুলিশকে।

জানা যায়, জেকেজির কর্ণধার স্বামী-স্ত্রী মিলে করোনা টেস্টের ভুয়া সনদ বিক্রি করেছেন। প্রতিটি টেস্টের জন্য জনপ্রতি নিয়েছেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা। আর বিদেশি নাগরিকদের কাছ থেকে জনপ্রতি তারা নিতেন ১০০ ডলার।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ক সচেতনত সভা

পীরগঞ্জ গোরস্থান থেকে ১৯ কঙ্কাল চুরি

ভোলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ মিথ্যা মামলা দিয়ে শশুরকে গ্রেফতার করান জামাই

উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকে ভূষিত হলেন শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হান্নান মিয়া।

বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের কমিটি গঠন সভাপতি-ফয়সাল রাকিব ,সম্পাদক- সৈয়দ বাবু

ভোলায় ১১৬টি দুর্গাপূজার মন্ডপে থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ভোলায় ৮ হাজার বাড়ি-ঘর বিধ্বস্ত

নলছিটিতে পুলিশের বাড়িতে ডাকাতি ।

আজ মানবতার ফেরিওয়ালা সামজিদুল কবির বাবু কাউন্সিলরের শুভ জন্মদিন।

সাত কোটি টাকা বিল বকেয়া, সড়ক বাতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ভোলার সড়ক অন্ধকারে