Sunday , 5 June 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকে ভূষিত হলেন শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হান্নান মিয়া।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২০১৯ ও ২০২২ এ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের মরহুম ফিরোজ আলম মজুমদারের প্রতিষ্ঠিত শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হান্নান মিয়া।ছাত্র জীবন থেকেই তিনি ছিলেন সৎ, আদর্শবান ও মেধাবী ছাত্র হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। আর এর জন্য তিনি ছাত্রজীবনে বারবার বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ১৯৯৪ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন মোঃ হান্নান মিয়া ।যোগ দিয়েই এই মহান পেশায় সততা ও নিষ্ঠার সাথে নিজেকে প্রস্তুত করেন একজন আদর্শ শিক্ষক হিসেবে গড়তে।সেই থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি গুনি এই মানুষ গড়ার কারিগরকে।মাধ্যমিক বিদ্যালয় ছাত্র ছিলেন বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পাদ্রীশিবপুর সেন্ট আলফ্রেডস হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে ১৯৮৫ সালে এস এস সি পাশ করেন বিজ্ঞান বিভাগ থেকে।একইভাবে তিনি বাকেরগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন ১৯৮৮ সালে।বি এম কলেজ থেকে বি এ পাশ ও ইংরেজি বিষয়ে এম এ পাশ করেন।এবং শিক্ষকতা পেশায় নিজেকে দক্ষ ও অভিজ্ঞ করার লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএড পাশ করেন।এরপর ২০১৪ সালে প্রধান শিক্ষক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন মোঃ হান্নান মিয়া।জনাব মোঃহান্নান মিয়া শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে শিক্ষা ব্যবস্থা অবকাঠামোগত উন্নয়ন ও বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা থেকে শুরু করে বৈপ্লবিক পরিবর্তন করতে সক্ষম হন অতি অল্প সময়ে।দিনে দিনে এলাকাবাসী ও প্রায় পাঁচ শতাধিক ছাত্র ছাত্রীদের চোখের মণি হয়ে যান মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রধান শিক্ষক মোঃ হান্নান মিয়া।গত পাঁচ বছরে বিদ্যালয়ের ফলাফল প্রসংসনীয় ও গত দুই বছর শতভাগ পরিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করে পাদ্রী শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।এলাকার ছাত্র ছাত্রীদের অভিভাবক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যরা প্রশংসায় পঞ্চমুখ প্রধান শিক্ষকের।অনেকেই মন্তব্য করছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হান্নান মিয়ার পক্ষেই সম্ভব এমন ফলাফল অর্জন করা।যেখানে বাকেরগঞ্জ উপজেলা বিপুল সংখ্যক মাধ্যমিক বিদ্যালয় থাকা সত্বেও তার এই শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে উপজেলায় পরপর দুইবার শ্রেষ্ঠ প্রদান শিক্ষক শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছে। তার কারনেই অত্র এলাকার ও বিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনাব মোঃ হান্নান মিয়া বলেন আমি একজন শিক্ষক হিসেবে চেষ্টা করেছি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঠিক পাঠদানের মাধ্যমে ও একজন প্রকৃত দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে। আমার শিক্ষক মন্ডলী ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আমাকে আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন।এ কৃতিত্ব আমার একার নয় সকলের সম্মিলিত প্রচেষ্টাই আজকের এই অর্জন।আমি বাকেরগঞ্জ উপজেলার সকল মানুষের দোয়া কামনা করছি যেন আমৃত্যু এই মহান পেশায় নিজেকে নিরবিচ্ছিন্ন ভাবে নিয়োজিত রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি।পরিশেষে সম্মানে ভূষিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও শিক্ষা সপ্তাহের আয়োজক ও শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হান্নান মিয়া।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

৮ অবস্থায় সালাম দেওয়া মাকরূহ

চীফ হুইপের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও নদী ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে চেক বিতরণ।

ভোলায় জলোচ্ছ্বাস থেকে মহিষকে সুরক্ষা দিলো আধুনিক কিল্লা

ধর্ষণ মামলায় পুলিশ ফাঁড়ি ইনচার্জ গ্রেপ্তার।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাদারীপুরে প্রেস ব্রিফিং

বরিশালের মুক্তিযোদ্ধা পার্কে সন্ধ্যা হলেই নামে ঘুটঘুটে অন্ধকার, চলে অশ্লীল কাজ

কালকিনিতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হামলায় ১০টি বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ

সাংবাদিক শুভ’র উপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ

নগরীতে বাল্যবিবাহ প্রতিবাদ করায়, প্রতিবেশীকে পথরোধ করে মারধর,

জেলা পরিষদের সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন ফয়সাল আহমেদ মুন্না