পটুয়াখালী প্রতিনিধি::
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে পুলিশ সুপার ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ।
রবিবার রাতে সদর রোডের পুরাতন টাউন হলের সামনে স্বর্না ভবনে “পটুয়াখালী জেলা প্রেসক্লাবে ‘ সাংবাদিকদের সাথে পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার তার সহকর্মী পুলিশ কর্মকর্তাদের নিয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পটুয়াখালী জেলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বলেন, পুলিশ ও সাংবাদিকতার পেশা অনেকটা একই রকম। আমরা সকলেই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করি। দেশের উন্নয়নে এবং সরকারের সহযোগিতায় সাংবাদিকদের বিশেষ ভূমিকা রয়েছে। আপনাদের মাধ্যমে আমরা আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাই। প্রয়োজনে আপনাদের জন্য পুলিশের সহযোগিতা থাকবে।
অনুষ্ঠানে পুলিশ সুপারের সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহাম্মদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মুহাম্মদ জুবায়ের,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল, সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীমউদ্দীন।
এসময় আরও উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জিয়াউর রহমান জুয়েল মৃধা, সহ-সভাপতি কাজী মামুন, সাধারন সম্পাদক এম.নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সুজন, অর্থ বিষয়ক সম্পাদক মনজুর মোর্শেদ তুহিন দপ্তর সম্পাদক সুমন দাস অভি সহ ক্লাবের ৩৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
মত বিনিময় শেষে প্রেস ক্লাবের সদস্যবৃন্দের সঙ্গে পুলিশ সুপার ও তার সফর সঙ্গীরা নৈশ ভোজে অংশ নেন।