রিপন রানা বরিশাল :::বরিশালে নগরীর রুপাতলী এলাকা থেকে হারিয়ে যাওয়া পাঁচ বছর বয়সী শিশু সাবিনাকে (সাত) ঘন্টার মধ্যে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিলো কোতয়ালী থানার পুলিশ।
সাবিনা (৫) পিতা মৃত আঃ রতন শেখ, মাতা পারুল বেগম
খুলনা জেলার রুপসা থানাধীন ভাইচোরা গ্রামের বাসিন্দা মৃত রতন শেখের মেয়ে সাবিনা (৫)। আজ পিরোজপুর জেলায় দাদার বাড়িতে যাওয়ার সময় মায়ের কাছ থেকে হারিয়ে যায়।
পারুল বেগম বলেন, শনিবার (৭) দুপুর ১২ টার সময় রুপাতলী বাস স্ট্যান্ড থেকে সন্তান হারিয়েছে। এসময় অনেক খোঁজাখুঁজি করে শিশু না পেয়ে সরকারি ৯৯৯ নাম্বারে কল দিয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনের কাছে বিষয়টি ভুক্তভোগী বলেন। তিনি বিষয়টি শুনে তাৎক্ষণিক ডিউটি অফিসারকে বলে সাত ঘন্টার মধ্যে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করা হয়।
কোতয়ালী মডেল থানার এস আই মোঃ মিলন বিশ্বাস বলেন, নগরীর রুপাতলী এলাকায় অনেক খোঁজাখুঁজি করে গ্যাস্টারবাইন এলাকা থেকে সংগীয় ফোর্সের সহযোগিতায় শিশুটি উদ্ধার করে নারী ও শিশু ডেস্কে বুঁজিয়ে দেওয়া হয়।
নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক কর্মরত এ এস আই রুমা পারভিন উদ্ধারকৃত সাবিনা (৫) শিশুকে তার মা পারুল বেগমের কাছে হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করেন, বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আনোয়ার হোসেন।