পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর উপদেষ্টা ইউরো গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ও আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন কে সম্মাননা স্বারক উপহার দেয়া হয়েছে।
ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার ৩য় পর্যায়) দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইডার ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড সেরা ISP পুরস্কার-২০২২ অর্জন করায় লাভ ফর ফ্রেন্ডস পরিবার এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। ১লা ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় নগরীর আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাব মিলনায়তনে এই সম্মাননা স্বারক দেয়া হয়।
উক্ত কার্যক্রম উপস্থিত ছিলেন সংগঠন এর প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার, দৈনিক সত্য সংবাদ এর সম্পাদক ফয়সাল রাকিব, বাংলাদেশ সমাচারের বরিশাল জেলা প্রতিনিধি সৈয়দ বাবু, দৈনিক দক্ষিণের মুখ পত্রিকার স্টাফ রিপোর্টার ও বরিশাল জনপদ নিউজ পোর্টালের সম্পাদক লিটন বাইজিদ, দৈনিক সত্য সংবাদ পত্রিকার যুগ্ন বার্তা সম্পাদক এইচএম সোহেল, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল সদর শাখার সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সহ আরো অনেকে।
এ সময়ে এস এম জাকির হোসেন বলেন,মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন ব্যাপক ভূমিকা পালন করছে।ইতিমধ্যে সংগঠনটি ৬ষ্ঠ বছরে পদার্পণ করেছে ভবিষ্যতেও যেনো তাদের এই কর্মকান্ড চলমান থাকে এই প্রত্যাশা করি।