পলাশ চন্দ্র দাসঃ স্টাফ রিপোর্টার//
মহালয়ার মধ্য দিয়ে গত ২৫ সেপ্টেম্বর ক্ষণগণনা শুরু হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।পিতৃপক্ষের সমাপ্তিতে দেবীপক্ষের শুভ সূচনা হলেও এর পাঁচ দিন পর আজ ১অক্টোবর ২০২২ ইং,১৪ আশ্বিন১৪২৯ বঙ্গাব্দ শনিবার ষষ্ঠী পূজার মধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামীকাল রবিবার সপ্তমীতে পূজা মন্ডপ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সপ্তমী থেকে মন্ডপে ঘুরে ঘুরে পূজা দেখা, দেবীকে প্রণাম করা, প্রসাদ গ্রহণ ও শুরু হবে। অঞ্জলী গ্রহণ করে চলে ঘটে পূজা ও চণ্ডী পাঠ। দেবীর মণ্ডপের সামনে একান্ত মনে ধূপ, দীপ, পুষ্প ইত্যাদি দিয়ে আরতি ও এ দিন থেকে শুরু হবে। সপ্তমীর পর অষ্টমী,নবমী শেষে দশমীতে ৫ অক্টোবর বুধবার দুর্গাপূজা শেষ দেবীর বিসর্জন হবে। প্রতিটি মন্ডপ থেকে সরাসরি স্ব স্ব বিসর্জন ঘাটে গিয়ে বিসর্জন দেয়ার জন্য বলেছে মহানগর পূজা উদযাপন পূজা কমিটি। এদিকে দুর্গাপূজা নির্বিঘ্নে করতে নজরদারী বাড়িয়েছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। প্রতিটি মন্ডপে বসানো হয়েছে সিসি ক্যামেরা ও কঠোর নিরাপত্তা । করোনার কারণে গত দুই বছর সীমিত পরিসরে উৎসব হলেও এবারের প্রস্তুতি বেশ জাঁকজমকপূর্ণ। বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী জানান, এবার বরিশাল জেলা ও মহানগরে মোট ৬৪৫ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবার মা আসছেন গজে আর চলে যাবেন নৌকায়