Monday , 6 June 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

টিলা ধসে একই পরিবারের ৪ সদস্য নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের হাতিজনি এলাকায় টিলা ধসে একই পরিবারের ৪ সদস্য নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৬ জন।

সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, হাতিজনি গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমী বেগম (৩০), জাবেদ আহমদের ভাই জুবের আহমদের মেয়ে সাফি আহমদ (৫) এবং মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীমারা বেগম (৪৮)।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সোমবার সকালে অতিরিক্ত বৃষ্টিতে টিলা ধসে ঘরের ওপর পড়ে। এ সময় একই পরিবারের ৪ নিহত হয়েছেন।

সিলেটের জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগির আহমদ বলেন, আজ সোমবার (৬ জুন) সকালে ভারি বর্ষণের কারণে টিলা ধসে ঘরের ওপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, এ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেছে। এ ঘটনায় পরিবারের আরও কয়েক সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য