কুমিল্লা লাকসাম নোয়াখালী রেলক্রসিং এলাকায় দৈনিক আজকালের সংবাদ পত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুজন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এসময় তার কাছ থেকে ক্যামেরা, মোবাইল ফোন, নগদ টাকা ও জরুরি গুরুত্বপূর্ণ কিছু কাগজ ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
সোমবার (১২ আগষ্ট) সন্ধ্যা আনুমানিক ৭টায় জেলার লাকসাম উপজেলা নোয়াখালী রেলক্রসিং এলাকায় এঘটনায় ঘটে।
সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুজন জাতীয় দৈনিক আজকালের সংবাদ ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি।
এ বিষয়ে আহত সাংবাদিক সুজন জানান , সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টায় সারাদিন একটি প্রতিবেদন সংগ্রহ করে নোয়াখালী রেলক্রসিংয়ের পাশে একটি কম্পিউটার দোকানড়কের পাশে থাকা আমি আমার মোটরসাইকেলে ওঠার সময় মুখে মাস্ক পরিহিত কয়েকজন সন্ত্রাসী আমার উপর অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে আমার মাথা ও বুকে আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পরে চিৎকার করলে সন্ত্রাসীরা আমার কাছে থাকা জরুরি কিছু কাগজপত্র, একটি ক্যামেরা, মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমার চিৎকার শুনে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লাকসাম উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বতর্মানে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে মুঠোফোনে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।