উজিরপুর সংবাদ দাতা :: বরিশালের উজিরপুরের বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে বাদশা নামের সাবেক এক সেনাসদস্যকে কুপিয়ে হত্যা চেষ্টা করে দুর্বৃত্তরা। সুত্রে জানা যায়, বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন বাংলালিংক কোম্পানির একটি টাওয়ারে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন আব্দুস সালাম বাদশা নামের সাবেক সেনা সদস্য। চাকুরী থেকে অবসর শেষে সানুহার গ্রামে জমি কিনে বাড়ি করে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তার পৈত্রিক বাড়ি বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামে। দীর্ঘ আট বছর যাবত সেখানে তিনি বাংলালিংক কোম্পানির ওই টাওয়ারে কর্মরত আছেন। কাজের স্বার্থে তিনি সেখানেই রাত্রিযাপন করেন। ২১ শে আগস্ট শনিবার রাত ১ টার দিকে দুর্বৃত্তরা টাওয়ারের দেয়াল টপকে তার রুমে প্রবেশ করে এলোপাতাড়ি কোপাতে থাকে এতে একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে, একপর্যায়ে তাঁকে মৃত ভেবে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সে সময় তার গলায়, পেটে, হাতে কোপ লাগে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে পরিবার ও স্থানীয় লোকদের সহযোগিতায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলে জানা যায়, টাওয়ারে থাকা বিভিন্ন দামি মালামাল চুরি করতে আসতে পারে দুর্বৃত্তরা, অথবা তার পূর্ব কোন শত্রুরা এই জঘন্য কর্মকান্ড ঘটিয়েছে কিনা তা সঠিক করে বলতে পারছেনা। তবে রোগীর হুশ ফিরে আসলে তিনি সঠিক তথ্য দিতে পারবেন বলে ধারণা ভুক্তভোগী পরিবার। আহত রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় ভুক্তভোগী পরিবারের কেউ এখনো মামলা দায়ের করেনি তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তারা। এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মমিন উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ সেখানে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।