Wednesday , 17 January 2024 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

বরিশাল চরকাউয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজু গাঁজা সহ আটক।

রিপন রানা:: বরিশাল/// বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের অভিযানে চরকাউয়া ইউনিয়নের ১১ মাদক মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজু এক কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রহমান মুকুল জানান, এস আই জাহিদ হাসান মিনু নেতৃত্বে সংগীয় ফোর্সের সহযোগিতায় গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) বেলা তিনটার সময় চরকাউয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড থেকে বাজারের ব্যাগ তল্লাশী করে এক কেজি গাঁজা উদ্ধার ও তাকে আটক করা হয়েছে।

এস আই জাহিদ হাসান মিনু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চরকাউয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আলী হোসেন বাবুর্চীর পুত্র মোঃ রাজু শরীফ ও তার স্ত্রী লাকী বেগম মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে রেকর্ড পত্র ও সিডিএমএস পর্যালোচনা করে কোতয়ালী মডেল, কাউনিয়া, বন্দর থানাসহ একাধিক থানায় ১১ টি মাদক মামলা চলমান আছে। এসব তথ্য সুত্রে নিশ্চিত হয়ে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম নেতৃত্বে এক কেজি গাঁজাসহ রাজুকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য