চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর বিশ্রামের কথা বলে টিম নির্বাচকরা জাতীয় দল থেকে অভিজ্ঞ এই ক্রিকেটারকে বাদ দেন। সর্বশেষ এশিয়া কাপের জন্য ঘোষিত স্কোয়াডেও জায়গা পাননি ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার।
এই কারণে আসন্ন বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের থাকা নিয়েই শঙ্কা তৈরি হয়। তাকে বিশ্বকাপ দলে ফেরাতে মানবন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে ভক্ত-সমর্থকরা। তাই টাইগার দলে না থেকেও সারাক্ষণই আলোচনায় আছেন পঞ্চপান্ডবের অন্যতম এই সদস্য।
আগামী অক্তোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের। বৈশ্বিক এই আসরের আগে ঘরের মাটিতে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে সাকিব বাহিনী। আগামী ২১,২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আসন্ন নিউজিল্যান্ড সিরিজে মোসাদ্দেক-রিয়াদ সুযোগ থাকছে কি না, পাপনের কাছে এমন প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়। এমন প্রশ্নের জবাবে অবশ্য সরাসরিই উত্তর দিয়েছেন বোর্ড সভাপতি। তিনি বলেন, ‘ওদের সুযোগ থাকবে খেলার, আমার মনে হয়। আমি জানি ওরা খেলবে।’
এদিকে, এশিয়া কাপের দল থেকেই বিশ্বকাপের দল বেছে নেওয়া হবে বলে আগে থেকেই আভাস দিয়েছিল বিসিবি। তবে এবার সেই সুর পাল্টালেন নাজমুল হাসান পাপন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এশিয়া কাপের দলটাই বিশ্বকাপের দল হওয়ার কথা ছিল। যেহেতু ইতোমধ্যে দলে কিছু পরিবর্তন এসেছে। যেমন ধরেন এবাদত যদি ফিট থাকতো সে বিশ্বকাপ দলে থাকতো। এবাদত নেই, আর তামিম-লিটন ফিট থাকলে তো যাবেই। এতে কোনো সন্দেহ নেই। কাজেই এখন এশিয়া কাপের যে দল আছে, সেটা যদি বিশ্বকাপের দল ধরি তাহলে কিন্তু ভুল হবে।’