Monday , 10 October 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

মাটিরাঙ্গার গোমতীতে অসহায় পরিবার সহ লাইব্রেরিকে আর্থিক সহায়তা প্রদান- মংসুইপ্রু চৌধুরী অপুর। 

খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা  উপজেলার গোমতী ইউনিয়নে তিলেন্দ্র কার্বারী পাড়ায় একটি পরিবারের আর্থিক সহযোগিতা প্রদান ও বাড়ী নির্মাণসহ চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি গোমতী ইউনিয়নের  স্কুল, কলেজ ছাত্রছাত্রীদের পহর লাইব্রেরি নামে একটি প্রতিষ্ঠানের জন্য নগদ এক লক্ষ্য টাকা,কিছু বই উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন -জেলা পরিষদ চেয়ারম্যান বাবু মংসুইপ্রু চৌধুরী অপু।

গত ৮ অক্টোবর ২০২২ শনিবার খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতীর তিলেন্দ্র কার্বারী পাড়ায় একটি পারিবারিক  ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

এ সময় অসহায় বৃদ্ধা দের্শনা ত্রিপুরাকে নগদ দশ হাজার টাকা সহায়তা প্রদান করা হয় । এছাড়াও বৃদ্ধাকে একটি পাকা বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য জেলা পরিষদ চেয়ারম্যান বাবু মংসুইপ্রু চৌধুরী অপু প্রতিশ্রুতি দেন এবং বৃদ্ধার ছেলে মতিন্দ্র লাল ত্রিপুরাকে পিত্ত থলির পাথর অপারেশনের ব্যয়ভার বহনের প্রতিশ্রুতিও দিয়েছেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান।

উক্ত অর্থ প্রদান সহ প্রতিশ্রুতি দান কালে উপস্থিত ছিলেন -মাটিরাঙা পৌর মেয়র শামসুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান,জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরা, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম,রামগড় উপজেলা চেয়ারম্যান  বিশ্ব প্রদীপ কার্বারী,গোমতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন প্রমূখ।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য