স্টাফ রিপোর্টার:// মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের মিয়ার চর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ ইব্রাহিম হাওলাদার (৫৫) নামের এক শ্রমিকের মর্মান্তিত মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ইব্রাহিম হাওলাদারের বাড়ি পার্শ্ববর্তী চরগোপালপুর ইউনিয়নের কাজীরচর গ্রামে। চরগোপালপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ শামীম জানান, ইব্রাহীম হাওলাদার একজন দিনমজুর। সে দৈনিক মজুরী ভিত্তিতে বিভিন্ন এলাকায় শ্রমিক হিসাবে কাজ করতে যেতে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১১টার সময় শ্রীপুর ইউনিয়নের মিয়ারচর এলাকায় রিয়াজ গাজীর বাগানে গাছ কাটতে যায়। এসময় একটি রেইনট্রি গাছ কাটতে গিয়ে গাছের ডাল-পালার ভিতরে বিদ্যুতের তার থাকায় (বিদ্যুৎপৃষ্ট) শর্ট খেয়ে সেখানেই মৃত্যুবরণ করেন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে স্থানীয়দের সহায়তায় দড়ি দিয়ে বেঁধ তার লাশ গাছ থেকে নামানো হয়।