মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের চাপারকোণা গ্রামের মৃত কছর উদ্দিনের ছেলে আলী মিয়া (৫৫) নামের এক কৃষকের বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩ আগষ্ট) দুপুরের দিকে বৃষ্টিতে ভিজে আলী মিয়া তার আবাদি জমি ধান রোপণের জন্য তৈরি করছিলেন।
এমন সময় হঠাৎ তার পাশেই বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।