দিনাজপুর জেলা প্রতিনিধিঃ-
দিনাজপুরের ফুলবাড়ীতে নির্জন স্থানে জনি ইসলাম (২৪) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ও শরীরে একাধিক স্থানে কাটা জখম রয়েছে।রবিবার সকাল ৯টায় ৯৯৯এ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর গ্রামের হকের ভাটা সংলগ্ন ইউক্যালিপ্টাস বাগানে অজ্ঞত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯এ ফোন করে জানায় স্থানীয় লোকজন। পরে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লোকজনের ভিড় বাড়লে লাশের পরিচয় পাওয়া যায়। নিহত জনি উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর (টাওয়ারের মোড়) গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন। সম্প্রতি রংয়ের কাজ না থাকায় ভাড়া রিক্সা চালাতেন। নিহতের ছোট ভাই রনি ইসলাম(২০) জানান, শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল জনি। রবিবার সকালে লোকমুখে শুনে লাশ সনাক্ত করেন তিনি। নিহত জনি ৭মাস আগে বিবাহ করেছেন বলেও জানান। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, জরুরী সেবা ৯৯৯এর মাধ্যমে খবর পেয়ে ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পিবিআই এর একটি দল ঘটনাস্থলে কাজ করছে। ময়না তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।