আশ্রায়ণের অধিকার শেখ হাসিনার উপহার ‘ এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে সমগ্র বাংলাদশে নির্মিতি হচ্ছে ভূমীহীন ও গৃহহীনদের জন্য ঘর। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্বপ্ন পূরণের লক্ষ্যে ভূমীহীন ও গৃহহীনদের স্থায়ী ঠিকানা হিসেবে দুই’শতক জমির উপরে পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ জুন বৃহস্পতিবার ঢাকার গণভবন থেকে ভিটিও কনফারেন্স এর মাধ্যমে বেলা সারে দশটার দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা ও পঞ্চগড় জেলাসহ দেশের ৫২ টি উপজেলাকে গৃহ ও ভূমীহীন ঘোষনা করেন। পরে বেলা সারে বারোটার দিকে গলাচিপা উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে ২৬’২২৯টি গৃহ উদ্বোধন উপলক্ষে ২১’ শে জুলাই উপজেলা পরিষদের হল রুমে নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে উপজেলায় জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমে তৃতীয় পর্যায়ে ২’য় ধাপে ১৪০টি গৃহহীন পরিবারের মধ্যে (‘ক’ শ্রেণীভূক্ত) জমি ও গৃহ প্রদান করা হয়। ভূমীহীনদের অগ্রাধিকার দিয়ে খাস জমি বরাদ্দ দিয়ে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। ইতি মধ্যে ১’ম পর্যায়ে ৩৯৩ টি, ২’য় পর্যায়ে ৫০০টি ও তৃতীয় পর্যায়ে ২১০ টি ঘরের উপকার ভোগীদের মাঝেঁ ঘরের চাবি প্রদান করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী আব্দুল মমিন, উপজেলা আ’লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ গোলাম মোস্তফা, প্রেস ক্লাব গলাচিপা, সভাপতি মোঃ খালিদ হোসেন মিল্টন, উপজেলা সকল সরকারীর দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক জিল্লুর রহমান জুয়েল, মিঠুন চন্দ্র পাল সহ বিভিন্ন স্তরের উপকার ভোগীরা।