জোয়ারে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাট, দুর্ভোগে যাত্রীরা
স্টাফ রিপোর্টারঃজোয়ারের পানিতে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাট। এতে উভয় পরে আটকা পড়েছে শত শত যানবাহন। দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফেরীর দেখা পাচ্ছেন না তারা। অপেক্ষাকৃত নিচু স্থানে ঘাট নির্মাণের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন ঘাটের শ্রমিকরা।
জানা গেছে,ভোলার সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিস।
কিন্তু ভোলার ইলিশা ফেরিঘাট এখন জোয়ারে তলিয়ে গেছে।
যে কারণে কোনো যানবাহন ওঠানামা করতে পারছেনা। প্রতিদিন গড়ে দুই থেকে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফেরির দেখা পাচ্ছেন না শ্রমিকরা দিনের বেশিরভাগ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বাস চালক আরিফ বলেন, যাত্রীদের নিয়ে সকাল ১০টা থেকে আটকা পড়ে আছি যেতে পারছিনা, কথন যেতে পারবো তাও জানিনা।
যাত্রী নাহিদা আফরোজ বলেন, চরফ্যাশন থেকে আসছি চট্টগ্রাম যাকো কিন্তু যেতে পারছিনা। একই কথা জানালেন অন্য যাত্রীরা।
জোয়ারের পানি নেমে গেলে ঘাটে সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ ঘাট ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।তিনি বলেন, আমরা দ্রুত ঘাট সয়স্কারের চেস্টা করছি।
দক্ষিণাঞ্চলে যাত্রীদের দুর্ভোগ লাঘবে অতি দ্রুত ঘাটে সংস্কারের দাবি তুলেছেন যাত্রীরা।