স্টাফ রিপোর্টার– ছোট পরিসরে পথশিশুদের ঈদ উপহার দিয়েছে অনুসন্ধান বিডি.কম পরিবার। অনলাইন নিউজ পোর্টাল অনুসন্ধান বিডি.কম আজ এক ছোট্ট আনুষ্ঠানিকতায় বরিশালের বেশ কিছু পথশিশুদের ঈদ উপহার দেয়।এসময় উপস্থিত ছিলেন পোর্টালের প্রকাশক ও সম্পাদক আকাশ ইসলাম তরুণ সাংবাদিক ও বরিশাল সংবাদ .কম অনলাইন পোর্টালের প্রকাশকও সম্পাদক তুহিনসহ প্রমুখ ব্যক্তিবর্গ। পথশিশুদের ঈদ উপহার বিলি প্রসঙ্গে আকাশ বলেন ‘আমরা অনুসন্ধান বিডি.কম পরিবার এবার ছোট পরিসরে সাধ্যমত কিছু ঈদ উপহার দিয়েছি পথশিশুদের। আমরা প্রতিবছরই চেষ্টা করি এরকম উপহার দিতে।আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন, আমরা একসময় বরিশালে সকল পথশিশুদের ঈদের উপহার দিতে পারি।