Saturday , 25 June 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বরিশাল ফরচুন গ্রুপের পক্ষ শুভেচ্ছা

 

রিপন রানা,বরিশাল<<>>বরিশালে স্বপ্নের পদ্মা সেতু শুভ’উদ্বোধন উপলক্ষে ফরচুন গ্রুপের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,কে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে, বিশাল আনন্দ র‍্যালী আয়োজন করা হয়।

দক্ষিনঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্মরণকালের বর্ণিল আয়োজনে বিশাল আনন্দ র‌্যালী করেছেন রুপাতলী বাস স্ট্যান্ডের শ্রমিক নেতা সুমন মোল্লা।

শনিবার বেলা ১টার সময় শহরের প্রধান প্রধান সড়ক হয়ে ,বি এম কলেজ রোড,নতুন বাজার,কাউনিয়া,বিসিক এলাকায় আওয়ামী শ্রমিকলীগ নেতা সুমন মোল্লার নেতৃত্বে,কয়েক হাজার মানুষের ঢল নিয়ে বিশাল আনন্দ র‌্যালী বের করেন।

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে উন্মুক্ত হলো বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত স্বপ্নের পদ্মা সেতু। শনিবার বঙ্গবন্ধুর তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে স্বপ্নের এই সেতুর শুভ উদ্বোধন করেন।

তারই ধারাবাহিকতায় পদ্মা সেতু’র শুভ উদ্বোধন উপলক্ষে বরিশালবাসীও উৎসবে মেতে উঠছেন।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জ উপজেলায় ৫০ জনকে ফ্রি চক্ষু অপারেশন করা হয়।

ভোলায় নিউমোনিয়ার প্রকোপ, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ

ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

ভোলায় ঘূর্ণিঝড় “সিত্রাং” মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধনিরাম গ্ৰামে ধরলা নদীর ভাঙন।কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বন্যা-পরবর্তী ধরলা নদীর তীব্র ভাঙনে কয়েকটি গ্রামের আয়তন কমে আসছে। আড়াই মাসে নদীতে বিলীন হয়েছে ১২০ বিঘা ফসলি জমি, যাতায়াতের রাস্তা ও শতাধিক বসতভিটা। হুমকিতে রয়েছে তিন শতাধিক পরিবার। উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমণ্ডল ও বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম ও পশ্চিম ধনিরাম গ্ৰামে ধরলা নদীতে বেশি ভাঙন দেখা দিয়েছে। ধরলার ভাঙনের তীব্রতা বাড়ায় স্থানীয় বাসিন্দাদের বসতবাড়ি, যাতায়াতের রাস্তা ও ফসলি জমি বিলীন হচ্ছে। নিঃস্ব হচ্ছে হাজার হাজার মানুষ। অনেকের বসতভিটা ভেঙে যাওয়ার তারা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছে। চর গোরকমণ্ডল গ্রামে ইতিমধ্যে বালারহাট-ফুলবাড়ী সড়কের প্রায় ৩০০ মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। ভাঙনের হুমকির মুখে পড়েছে তিন শতাধিক পরিবার। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে পুরো গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা স্থানীয়দের। পূর্ব ধনিরাম গ্রামের সিরাজুল ইসলাম, মতিয়ার, ছাইফুল, মজিবর রহমান ও মোস্তফা সরকার বলেন, ‘ধরলার ভাঙনে সর্বস্বান্ত হয়ে পড়েছি। এক সপ্তাহে গ্রামের ছয়জনের বসতবাড়ি নদীতে চলে গেছে। আমাদের যাতায়াতের দুই কিলোমিটার কাঁচা রাস্তা নদীতে বিলীন হয়েছে। এখন জমির আইল দিয়ে উপজেলা সদরসহ হাটবাজারে যাতায়াত করতে হচ্ছে।’ পূর্ব ধনিরাম গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাছুমা আকতার বলে, ‘আমাদের বিদ্যালয়টি নদীতে ভেঙে গেলে আমরা কোথায় পড়াশোনা করব?’ পশ্চিম ধনিরাম গ্ৰামের নূর মোহাম্মদ বলেন, ‘আমার সাত বিঘা ফসলি জমি ছিল। তাতে চাষাবাদ করে সংসার চালাতাম। ভাঙনে সব জমি নদীতে বিলীন হয়েছে।’ এ প্রসঙ্গে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী বলেন, চর গোরকমণ্ডল এলাকার ভাঙন রোধে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশসহ কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) পাঠানো হয়েছে।এর পরিপ্রেক্ষিতে পাউবো ২০০ জিও ব্যাগ দিয়েছে, যা দিয়ে ভাঙন রোধ করা সম্ভব হয়নি। এ বিষয়ে কুড়িগ্রামের পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, ধরলা ও তিস্তা নদীর যেসব এলাকায় ভাঙন দেখা দিয়েছে, ওই সব এলাকা পরিদর্শন করে নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া ধরলার কিছু কিছু এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের কাজ চলমানও রয়েছে।

পুনর্বাসনের চাল দ্রুত হাতে চান উপকূলের জেলেরা

রইচ উদ্দিন জেলার শ্রেষ্ঠ ও.সি নির্বাচিত। ওসমান গনি

দুই র‍্যাব সদস্যসহ চারজনকে গণপিটুনি

ডিজিটাল মার্কেটিং সেবা নিয়ে “দি নিউরো ডিজিটালের” যাত্রা শুরু

রাজাপুরে স্ত্রীর লাশ হাসপাতালে রেখে স্বামী পলাতক, থানায় অপমৃত্যু মামলা