স্টাফ রিপোর্টারঃ
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা হইতে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
অদ্য ইং ১৮-০৮-২০২৩ তারিখ রাত্র ০৪.১০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/মোঃ আসাদুজ্জামান খান , সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ০৮নং ওয়ার্ড গুপ্তমুন্সি সাকিনস্থ কোব্বাত আলী হাওলাদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাঠের মধ্যে হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ রমজান @ রনি (৪২), পিতা-মোঃ ফরিদ উদ্দিন মাল, মাতা-কহিনুর বেগম, ০২। আবি আব্দুল্লাহ খোকন (৪০), পিতা-আব্দুল করিম, মাতা-বিবি হাজেরা, উভয় সাং-দড়িরাম শংকর, ০৫নং ওয়ার্ড, ধনিয়া ইউনিয়ন, থানা ও জেলা-ভোলাদ্বয়কে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।