পলাশ চন্দ্র দাসঃস্টাফ রিপোর্টার///
শারদীয় দুর্গা পূজাকে ঘিরে বরিশাল নগরীতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির মৃৎশিল্পিরা।প্রতিটি পূজা মন্ডপেই এখন ধুম পড়েছে প্রতিমা তৈরীর কাজ কে কার থেকে কত ভালো কত আকর্ষণীয় প্রতিমা তৈরি করে মানুষের হৃদয় ছুঁতে পারে তারই প্রতিযোগিতার মহা উৎসব যেন লেগেছে পুজা মন্ডপ গুলোতে।
পূজা মন্ডপ কমিটিগুলোর নিজ নিজ সামর্থ্য অনুযায়ী স্থানীয় ও অন্য জেলা থেকে প্রতিমা তৈরীর শিপ্লীদের নিয়ে এসে প্রতিমা তৈরি করছে।
এ বছর বরিশাল নগরীতে প্রায় ৪৬টির মত মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ।দুর্গা পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরীর ধুম পড়লেও মূল্য নিয়ে হতাশার মধ্যে রয়েছে প্রতিমা তৈরি শিল্পীরা। সার্বজনীন শ্রী শ্রী শীতলা,জয়দুর্গা ও কালী মন্দির গণপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের।
প্রতিমা তৈরীর শিল্পী জানান, এ বছর বরিশাল ও বরিশালের বাহীরের মোট ১০টি পূজা মন্ডপে দুর্গা প্রতিমা তৈরি করছি বংশীয়ভাবে এই কাজ করে আসছি ।বিগত দুই বছর করোনা মহামারীর কারণে অল্প দামে প্রতিমা নির্মাণ করেছিল পূজা মন্ডপ গুলো।
এ বছর আশায় বুক বেঁধেছিলাম কিন্তু বৈশ্বিক যুদ্ধের কারণে সকল পণ্যের দাম বেড়ে গেছে তাই খরচ বেড়ে লাভের অংশ অনেক কমে গেছে। মন্ডপ কমিটিও এ বাজেট সামলাতে হিমশিম খাচ্ছে । বরিশাল নগরীর পুরোহিত শেখর চক্রবতী সাথে কথাবলে যানা গেছে ১ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে । এবছর দেবী দুর্গা গজে অর্থাৎ হাতিতে আগমন করবে যার অর্থ শস্যপূর্ণ বসুন্ধরা আর মা দুর্গা বিজয় দশমীতে গমন করবে নৌকায় চেপে এর অর্থ শস্যবৃদ্ধি আশানুরূপ হলেও বন্যা ও জলোচ্ছ্বাসে কিছু শস্য নষ্ট হবে