সৈয়দ ফয়জুল ইসলাম:
বরিশাল রুপাতলী হাউজিং এলাকায় কিশোর গ্যাং এর উৎপাত বেড়েই চলেছে।
ইভটিজিং, মাদক সেবন, মারামারি, চুরি সহ নানাবিধ কুকর্ম করেই চলেছে তারা।
সন্ধ্যা হওয়ার সাথে সাথেই এদের দৌরাত্ন বেশী দেখা যায়।
স্কুল পড়ুয়া ছাত্র থেকে শুরুকরে কলেজ পড়ুয়া এবং অছাত্ররাও এর সাথে জড়িত৷
দিনের আলো নিভে এলে এলাকার বিভিন্ন পয়েন্টে এরা দল বেধে অবস্থান করে এবং নানাবিধ অপকর্মে লিপ্ত হয়।
এলাকাবাসীর বরাত থেকে জানা যায় হাউজিং এলাকার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্কুলের আশপাশ সহ এলাকার বিভিন্ন চায়ের দোকান, রাস্তার পাশে পরে থাকা বৈদ্যুতিক খাম্বা এবং বিভিন্ন গলিতে এদের দেখা যায়।
নানাবিধ মাদক সেবন সহ এদের কেউ কেউ মাদক ব্যবসার সাথেও জড়িত হয়ে পরেছে। মাঝেমধ্যে মানুষ চলাচলের রাস্তা আটকিয়ে এরা নানাবিধ আনন্দ উল্লাস করে এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
মানসম্মান এবং নিরাপত্তাহানীর ভয়ে এলাকাবাসী এদের উৎপাত মুখ বুজে সহ্য করে আসছে।
অবিলম্বে এই বিপত্তি থেকে মুক্তি পেতে সুশীল সমাজ দাবি জানান