Tuesday , 30 August 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

ছাত্রলীগ নেতার বসতবাড়ি ভাঙচুর ও সম্পত্তি দখল করায় আদালতে মামলা দায়ের।।

দখল করে নেয়া হয়েছে ঢাকার সরকারী তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান আতিকের গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের গ্রামের পৈত্রিক বাড়ির ভিটেমাটি।নিয়ামতি গ্রামের বাসিন্দা আশ্রাফ আলী কাজীর ছেলে ছাত্রলীগ নেতা আতিক জানান, প্রতিবেশী আনিচুর রহমান ফরাজী গংরা দীর্ঘদিন থেকে তার পৈত্রিক ক্রয় কৃত সম্পত্তি তাদের ক্রয় কৃত দাবি করে দখল করার জন্য মরিয়া হয়ে ওঠে। এরপূর্বে প্রতিপক্ষের লোকজনে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে গত ১ ও ২ এপ্রিল হামলা চালিয়ে তার পৈত্রিক বাড়ির বসতঘর এবং দোকানঘর ভাংচুর করে লুটপাট করে। এসময় তার বোন মাসুমা বেগমকে পিটিয়ে মারাত্মক জখম করা হয়। এসব ঘটনায় আদালতে পৃথক পৃথক মামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২০ আগস্ট পুনরায় আনিচুর রহমান ফরাজী গ্যাং ছাত্রলীগ নেতা আতিকের পত্রিক সম্পত্তির উপর নির্মিত বসতঘর ভাঙচুর করে জমি দখল করে পাকা ঘর নির্মাণ করে আসছে। এ ঘটনায় তার বাবা মোঃ আশ্রাফ আলী কাজী বাদী হয়ে ২৩ আগস্ট অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতে ১১ জন আসামির নাম উল্লেখ করে ও ২৫ জন অজ্ঞাত রেখে মামলা করেছেন। মামলা নং- ৫৫৫/২২ মামলাটি ২৬ সেপ্টেম্বর এর মধ্যে তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার খবর পেয়ে দখলদাররা ধারাবাহিকভাবে ছাত্রলীগ নেতা আতিকুরে পিতার ও তার ক্রয় কৃত সম্পত্তি দখল ও বাগানবাড়ির গাছপালা, বসত ঘর, পুকুরের মাছ জোড় পূবক ধরে নিয়ে ঐ পুকুর বালু দিয়ে ভরাট করে নির্মানকাজ করায় ২৯ আগস্ট তার পিতা মোঃ আশ্রাফ আলী কাজী বাদী হয়ে ২৫ জনকে আসামি করে বরিশাল দ্রুত বিচার আদালতে আরো একটি মামলা দায়ের করেন। যাহার সি,আর মামলা নং – ০৬/২০২২। মামলাটি ১৫ দিনের মধ্যে তদন্ত করে বাকেরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত। সূত্রমতে, বরিশাল আদালতের এমপি মামলায় গত ১৭ আগস্টের আদেশে উল্লেখ করা হয় ‘বাদী জমি দখলে থাকলে এবং পূর্ব থেকে নির্মাণ কাজ অব্যাহত থাকলে সেখানে আদালতের নিষেধাজ্ঞা কিংবা আপত্তি নেই। ওই আদেশের অপব্যবহার করে আনিচ ফরাজী গং ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে ছাত্রলীগ নেতা আতিকের দোকানঘর বসতবাড়ি ভেঙ্গে নতুন স্থাপনা তৈরির কাজ করে যাচ্ছে।৩০ আগস্ট অভিযুক্ত আনিসুর রহমান ফরাজীর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী ফোন রিসিফ করেন। এই ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চার বছর পর্যন্ত আদালতে আদালতে ঘুরেছি। আদালতের আদেশের বিষয়ে জানতে চাইলে থানার ওসি ও স্থানীয় ইউপি সদস্যের সাথে কথা বলতে বলেন। এবং তারা যে জমি দখলে গেছেন সেটা তাদের ক্রয় কৃত সম্পত্তি বলে দাবি করেন।বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও আদালতের একটি আদেশের অপব্যবহারের কথা জানতে চাইলে তিনি বলেন, কেউ ভুল করলে সে বিষয়ে আদালত ব্যবস্থা নিবে।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কোস্ট গার্ডের অভিযানে ট্রলার ও মাছ জব্দ, ৭৯ জেলেকে জরিমানা

বরিশাল আসছেন প্রতিমন্ত্রী কর্নেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি

চরফ্যাশন নিখোঁজের ৫দিন অতিবাহিত হলেও সন্ধান মিলেনি কাজের মেয়ে এলমার!

নরসিংদীর রায়পুরায় নিয়ন্ত্রনহীন কাভার্ড ভ্যানের চাপায় ৫ সবজি বিক্রেতা নিহত

বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাসচালক গ্রেফতার

রাজধানীর প্রবেশমুখে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

ব্রিজের বন্ধ থাকা নির্মাণ কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান।।

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ভোলা প্রেস ক্লাবের শ্রদ্ধা

ঢাকায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে সাড়ে৮টায় বায়তুল মোকাররম মসজিদেঅনুষ্ঠিত হবে

বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষন,ন্যায় বিচারের অপেক্ষায় সংবাদ সন্মেলন