মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ::
মেহেন্দিগঞ্জে ৩৩ কেজি গাঁজাসহ ৩জন আটক,
আটককৃতরা হলেন, জাকির খন্দকার (৪২) পিতা মৃত আব্দুল করিম খন্দকার সাং গাজিপুর ৬ নং জগনাথপুর কুমিল্লা সদর। ফারুক মল্লিক (৩৮) পিতা সমেদ মল্লিক সাং সালুকা বরিশাল সদর বরিশাল। অপরজন
মোঃ আজিজ পিতা মোখলেছুর রহমান। তাকে ৩ মাসের সাজা দেন মেহেন্দিগঞ্জ উপজেলা ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বরিশাল এর সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ২.৫৫ মিনিটের সময় পারিজাত লঞ্চে অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা সহ ৩ জনকে আটক করা হয়। লঞ্চটি এদিন দুপুরে মজুচৌধুরির হাট থেকে ছেড়ে বরিশাল যাওয়ার সময় মেহেন্দিগঞ্জের পাতারহাট স্টিমারঘাট এলাকায় ঘাট দেয়।