Friday , 19 August 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

আঁড়িয়াল খা ও কুমার নদে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ৯ জনের কারাদণ্ড

মাদারীপুরে আঁড়িয়াল খা ও কুমার নদে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে এক জনকে এক বছর ও ৮ জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন এ দন্ড দেন।

সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইরচর এলাকায় আড়িয়াল খাঁ নদে ও শিরখাড়া ইউনিয়নের কোর্টবাড়ি শ্রীনদী এলাকায় কুমার নদে অভিযান চালিয়ে দন্ডপ্রাপ্তদের আটক করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়া এলাকার ড্রেজার ব্যবসায়ী মো. জাকির হোসেন মাতবর (৫৫), ড্রেজার শ্রমিক বরিশালের উজিরপুর উপজেলার মো. সোহেল মৃধা (২০), মো. সজিব (২১), বরিশালের বানারীপাড়া উপজেলার মো. লোকমান (২১), আলী হোসেন (৩২)। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মো. ইউনুস (২২), সুমন হোসেন (২০), মো. ইয়াসিন হোসেন (২০) ও মো. সজিব (২৭)। এর মধ্যে জাকির হোসেনকে এক বছরের কারাদন্ড ও বাকি ৮ জনের প্রত্যেককে একমাস করে কারাদন্ড প্রদান করা হয়।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ ও কুমার নদের বিভিন্ন অংশে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি মহল। অভিযোগের ভিত্তিতে নদের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৯ জনকে আটক করা হয়। একই সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি বলগেট, ৩টি ড্রেজার ও ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

এ ব্যাপারে মাদারীপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন করায় নদের দুইপাড়েই ভাঙন সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া মাত্রই অভিযানে গিয়ে ৯ জনকে আটক করা হয়। ড্রেজারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। মাদারীপুরকে অবৈধ ড্রেজারমুক্ত করতে এ ধরণের অভিযান নিয়মিত চলবে।’

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পাগলা মসজিদের দান বাক্সে মিলল ২৩ বস্তা টাকা

০৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছি, আমরা ১০নং ওয়ার্ড ছাত্রলীগ,বরিশাল মহানগর।

ডিবিসি নিউজের সংবাদকর্মীআব্দুল বারীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

গলাচিপায় বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষক সহ আটক -১

বরিশালের মুক্তিযোদ্ধা পার্কে সন্ধ্যা হলেই নামে ঘুটঘুটে অন্ধকার, চলে অশ্লীল কাজ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী

গলাচিপা পৌরসভার অর্থ্যায়নে ফিটনেস জিম উদ্বোধন

ইসমাইলিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় কিতাব বিতরণ অনুষ্ঠিত।

এসএসপি’র মুখপাত্র মাসিক “গণমাধ্যম” উদ্বোধন

বাকেরগঞ্জ থানা পুলিশের নির্মমতায় তছনছ খ্রিষ্টান পরিবারের সাজানো সংসার