Wednesday , 25 May 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

সাবরিনাসহ জেকেজির ৮ জনের মামলায় যুক্তিতর্ক হয়নি

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে ডা. সাবরিনা চৌধুরীসহ আট জনের প্রতারণার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। বুধবার (২৫ মে) এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল।

তবে মামলার বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক হাসিবুল হক যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৮ জুন দিন ধার্য করেছেন।
এর আগে গত ১১ মে এই মামলার আট আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেছেন। ওইদিন ডা. সাবরিনা ও তার স্বামী আরিফুল চৌধুরী লিখিত বক্তব্য জমা দেন। এরপর আদালত ২৫ মে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সিএমএম আদালতে স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ তথ্য জানান।

গত ২০ এপ্রিল মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। চার্জশিটভূক্ত ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাবরিনা-আরিফুল ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন—আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও এবং জেবুন্নেসা।

২০২০ সালের ৫ আগস্ট তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক লিয়াকত আলী। এরপর একই বছরের ২০ আগস্ট একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন।

করোনার ভুয়া রিপোর্ট দেওয়া প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ারের কর্ণধার আরিফুল চৌধুরীর স্ত্রী ডা. সাবরিনা চৌধুরী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একজন চিকিৎসক। মামলার পর ওই প্রতিষ্ঠান থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেকেজির চেয়ারম্যানের দায়িত্বে সাবরিনা আছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়।

২০২০ সালের ১২ জুলাই সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেন জেকেজির প্রতারণা মামলার তদন্ত কর্মকর্তা, ডিসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে না পারায় তাকে তেজগাঁও থানায় আগেই আরিফুলের বিরুদ্ধে হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়।

২০২০ সালের ২৩ জুন করোনার ভুয়া সনদ দেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আরিফুলসহ ছয়জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারের পর থানা হাজতে থাকা অবস্থায় আরিফুলের ক্যাডার বাহিনী ভাঙচুর ও হামলা করে থানায়। মারধর করে পুলিশকে।

জানা যায়, জেকেজির কর্ণধার স্বামী-স্ত্রী মিলে করোনা টেস্টের ভুয়া সনদ বিক্রি করেছেন। প্রতিটি টেস্টের জন্য জনপ্রতি নিয়েছেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা। আর বিদেশি নাগরিকদের কাছ থেকে জনপ্রতি তারা নিতেন ১০০ ডলার।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

মেহেন্দিগঞ্জে এ্যাডঃ হেলাল উদ্দিন’র ঈদ উৎসব, নেতাকর্মীদের মধ্যে আনন্দের ঢেউ।

মেহেন্দিগঞ্জে এ্যাডঃ হেলাল উদ্দিন’র ঈদ উৎসব, নেতাকর্মীদের মধ্যে আনন্দের ঢেউ।

একটি শিশুর জীবন বাঁচাতে আর্থিক সহযোগিতার আকুল আবেদন

ভোলায় আবারও বাড়ছে শিশুদের নিউমোনিয়া, শয্যা সংকট

পথশিশুদের ঈদ উপহার দিল অনুসন্ধান বিডি.কম পরিবার

বরগুনায় সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

৩০ বছর পূর্তি বাস্তবায়নে বরিশাল জিলা স্কুল ৯২ ব্যাচের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন।

কালিগঞ্জ উপজেলায় ৫০ জনকে ফ্রি চক্ষু অপারেশন করা হয়।

কুমিল্লায় আনসার ভিডিপি কার্যালয়ের বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে

লালমনিরহাটে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৪