Wednesday , 23 August 2023 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

নলছিটিতে পুলিশের বাড়িতে ডাকাতি ।

অনুসন্ধান ডেস্কঃ

ঝালকাঠির নলছিটিতে এক পুলিশ সদস্যের (এসআই) বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) দিনগত রাত ২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য্য ফিলিং স্টেশনের পাশে এসআই মিজানুর রহমানের বাড়িতে এ ডাকাতি হয়।
এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও তার ছোট ভাই ঢাকায় কর্মরত উপপরিদর্শক (এসআই) আল মামুনের বাসা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া তূর্য্য ফিলিং স্টেশনের পাশে। গতকাল মঙ্গলবার তাদের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপপরিদর্শক ভোলার চরফ্যাশনে চলে যান।
বাসায় তাদের দুই ভাইয়ের ছেলে, মেয়ে ও ভাগিনা ছিল। গভীর রাতে বারান্দা বেয়ে ৮ থেকে ৯ জনের ডাকাতদল দ্বিতীয় তলার ব্যালকনি দিয়ে বাসায় ঢুকে তাদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।
ডাকাতরা ঘরের ওয়ার্ডরোব, শোকেসসহ বিভিন্ন মালামাল ও কাপড়চোপড় তছনছ করে। এসআই মিজান বলেন, আমার ও আমার ভাইয়ের বাসা এক সঙ্গেই। ডাকতরা আমাদের ছেলে-মেয়েদের জিম্মি করে কিছু নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
বাসায় এলে বলা যাবে কী পরিমাণ ক্ষতি হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। তিনি আরো বলেন, তারা বাড়ি থেকে এলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য