Friday , 18 August 2023 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে প্রেমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীতে প্রেমিকাকে ভিডিও কলে রেখে শ্রীরুপ (৩৪) নামের এক প্রেমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তবে কি কারণে শ্রীরুপ আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

বৃহস্পতিবার ( ১৭ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ রুপাতলী বাসস্টান্ড সংলগ্ন ‘নুর জাহান মঞ্জিল’ নামের একটি ভবনের ৫ তলায় এ ঘটনা ঘটে। শ্রীরুপ ওই ভবনের ৫ তলার ভাড়াটিয়া বলে জানা গেছে। নিহত- শীরুপ বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির বাগদিয়া গ্রামের গকুল সিকদারের ছেলে। তিনি দপদপিয়ার ওপসোনিন কোম্পানিতে চাকরি করতেন।
নিহত শ্রীরুপের বন্ধু দিপংকর মিস্ত্রি জানান- সন্ধ্যা ৭ টার দিকে হঠাৎ একটি অচেনা নম্বর থেকে আমার স্ত্রীর কাছে একটি মেয়ের কল আসে। মেয়েটি নাম-পরিচয় না দিয়ে আমার স্ত্রীকে জানান- শ্রীরুপ ইমোতে তাকে ভিডিও কলে রেখে ফ্যানে সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। বিষয়টি শুনে তাৎক্ষনিক আমার স্ত্রী আমাকে জানালে আমি ঘটনাস্থলে ছুটে গিয়ে বিষয়টি পুলিশকে জানাই। পরে কোতয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে শ্রীরুপের রুমের দরজা ভেঙে প্রবেশ করে দেখে শ্রীরুপ গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে।
ঘটনাস্থল পরিদর্শন করে কোতয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন- খবর শুনে ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য