রিপন রানা বরিশাল<<>>বরিশালে সদর উপজেলা সায়েস্তাবাদ ইউনিয়নে যাত্রীবাহী খেয়া ও বাল্বহেড সংঘর্ষে আহত এক।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহমান মুকুল বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ ঘটিকা সময় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা, সায়েস্তাবাদ ইউনিয়ন ৫ নং ওয়ার্ড রামকাঠি খেয়াঘাট থেকে ১২/১৪ জন যাত্রী নিয়ে রাতের আধারে খেয়াটি ছেড়ে সায়েস্তাবাদ আসছিলো।
এসময় মিরগঞ্জ থেকে একটি বাল্বহেড (বালু বহনকারী) জাহাজ আড়িয়াল খাঁ নদীর মাঝে যাত্রী বাহী খেয়ার সাথে সংঘর্ষে খেয়ার মাঝী জামাল ফকির গুরুতর জখম হয়।
স্থানীয়রা খেয়ার মাঝী জামাল ফকিরকে উদ্ধার করে শের-ই বাংলা হাসপাতালের ভর্তি করান।
খেয়ায় থাকা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেন কাউনিয়া থানা পুলিশ।
স্থানীয় সুমন নামে এক ব্যক্তী বলেন,জিহাদ নামে একটি ছেলে নিখোঁজ হওয়ার অভিযোগ উঠে, ফায়ার সার্ভিসের একটি টিম আসছে,পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, জিহাদ নামে ঐ ছেলে তার মায়ের সাথে আসেনি,সে তার নানা বাড়ী আছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল আরও বলেন, বাল্বহেড (বালু বহনকারী) জাহাজটি তাদের হেফাজতে আছে, ও
মাঝী মোঃ মুরাদকে জিজ্ঞাসা বাদের জন্য এক জনকে আটক করা হয়। এখন পর্যন্ত কেউ অভিযোগ করে নি অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।