Monday , 12 September 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি কমিটিতে ঝিনাইদহের ৯ ছাত্রনেতা

আব্দুর রহিম , ঝিনাইদহ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় ও ঢাকা বিশ^বিদ্যালয় (ঢাবি) কমিটিতে ঝিনাইদহ জেলার ৯ জন ছাত্রনেতা স্থান পেয়েছেন। জেলার বিভিন্ন উপজেলায় তাদের বাড়ি। এদিকে একসঙ্গে ঝিনাইদহের ৯ ছাত্রকে নবগঠিত ছাত্রদলের কমিটিতে স্থান করে দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝিনাইদহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সদস্য ও এক্টিভেস্টদের অভিনন্দন জানাতে দেখা যাচ্ছে। ঝিনাইদহ জেলা ছাত্রদলের দেয়া তথ্যমতে, নবগঠিত কেন্দ্রীয় ও ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রদলের তারুণ্য নির্ভর কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন, কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের তবিবুর রহমান সাগর। তিনি কেন্দ্রীয় সহ-সভাপতি পদে অধিষ্ঠিত হয়েছেন। ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার আশিক আহমেদ। তিনি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কালীগঞ্জ পৌর এলাকার জহির হাসান মোহনও পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদকের পদ। কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের শ্রী মিঠুন কুমার দাস হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক। শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর (মামুদপুর) গ্রামের শাহরিয়ার হোসেন রুবেল পেয়েছেন সহ-সাধারণ সম্পাদকের পদ। কোটচাঁদপুর পৌর এলাকার মোঃ রয়েল হক কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। মহেশপুর পৌর এলাকার আবদুস সালাম হিমেল আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের মিনহাজ আহমেদ প্রিন্স পেয়েছেন যোগাযোগ সম্পাদকের দপ্তর। এছাড়া শৈলকুপা দুধসর গ্রামের রাজু আহম্মেদ ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একসঙ্গে ৯ জন ছাত্রনেতা ঢাবি ও কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া যোগ্যতার চমক বলে অনেকে মনে করছেন।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য