সাগরিকা আক্তার মৌসুমী:ঢাকা
প্রখ্যাত বাংলাদেশি নির্মাতা ডায়াল রহমান দেশটির ঐতিহাসিক সাম্রাজ্যের আত্মত্যাগের ঘটনা নিয়ে নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘ঈসাখা’। নির্মিত সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে ।তারকাবহুল সিনেমাটিতে বাংলাদেশি সুপার হিরো ডি এ তায়েবের সাথে সুপারস্টার নায়িকা অভিনয় করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।
ঐতিহাসিক এই সিনেমায় সোনা মনি চরিত্রে দেখা যাবে অপু বিশ্বাস কে।ট্রেলারে তার ঝলক সবার নজর কেড়ে নিয়েছে।এছাড়াও এই সিনেমায় রয়েছেন আনহা তামান্না জনপ্রিয় চিত্র নায়িকা। অনেক নবাগত মুখ বিশেষ চরিত্রে অভিনয় করছেন।বিগ বাজেটের ‘ঈসাখা’ ইতিহাস ভিত্তিক উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। এটি মুক্তি পাবে ৩০ শে সেপ্টেম্বর সমগ্র বাংলাদেশ। সুপার হিরো ডি এ তায়েব এর সঙ্গে এটি অপু বিশ্বাস এর দ্বিতীয় সিনেমা। এর আগেও ডি এ তায়েব এর সাথে অন্য মুভিতে এ দেখা গিয়েছিল এই ‘সুপারস্টার বিউটি কুইন সুন্দরী’কে।