স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অভিযান পরিচালনা করে ৪টি মাছ ধরার ট্রলার, ৭৬০ কেজি মাছসহ ৭৯ জেলেকে আটক করেছে। সোমবার (২৭ জুন) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নলচিয়া ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ হাতিয়া বিসিজি স্টেশান এই অভিযান পরিচালনা করে। আটককৃত ৭৯ জেলেকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয় এবং জব্দকৃত মাছ নিলামে বিক্রয় করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শফিউল কিঞ্জল এই তথ্য নিশ্চিত করেছেন। মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শফিউল কিঞ্জল জানান, দেশের মৎস্য সম্পদ সুরক্ষা ও মাছের বংশবিস্তারে সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার। নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকার করে হাতিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ হাতিয়া বিসিজি স্টেশান গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া উপজেলার নলচিয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মৎস্য আহরণকারী ০৪টি ইঞ্জিন চালিত ট্রলার, ৭৯জন জেলেসহ ৭৬০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করে। পরবর্তীতে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত ৭৯জন জেলেসহ বোট প্রতি দশ হাজার জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত মাছ এক লক্ষ নব্বই হাজার টাকার নিলামে বিক্রি করা হয়। তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকা সমূহে আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ডের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।