আল-আমিন হোসেন অন্তূ : শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বরিশালে ৬’শ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ২৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও রূপাতলী বাস মালিক সমিতির সভাপতি সুলতান মাহমুদ রবিবার সকাল ১১ টায় নিজ অর্থায়নে নগরের রূপাতলীর মাওলানা ভাষানী সড়কে তার নিজ বাসভবনে এ বস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর মাহমুদ আল কবিরসহ স্থাণীয় যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। বস্ত্র বিতরণকালে নবনির্বাচিত কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জনগন ও দেশের উন্নয়নে মানুষের ভাগ্য বদলেছে। নিন্ম আয়ের দেশ থেকে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। বিগত দিনে বিএনপি জোট সরকার হিন্দু সম্প্রদায়ের লোকজনদের ওপর কতটা নির্মম অত্যাচার করেছে তা আমরা দেখেছি। তাই এই উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। আর আমি দায়িত্ব নেয়ার পরপরই আমার দেয়া নির্বাচনী ইশতেহার পুরনে সর্বদা নিয়োজিত থাকবো।