নিজস্ব প্রতিবেদন::
গতকাল স্থানীয় যুব সমাজের উদ্যোগ,২৯ নংওয়ার্ডের আবহাওয়া অফিস সংলগ্ন অনুসন্ধান বিডি ২৪ এর উপদেষ্টা মোস্তাফিজুর রহমান মুকুল এর সার্বিক তত্বাবধানে গতকাল এক আনন্দ ভোজন এর আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগ নেতা বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকদের নয়নের মনি ও অনুসন্ধান বিডি ২৪ এর প্রধান উপদেষ্টা সবার প্রিয়
জিহাদুল ইসলাম জেহাদ ।
বিষেশ অতিথি আবু শাকের মোঃ তানিন খান।
অনন্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন আমজাদ হোসেন কালাম মোল্লা,মশিউর রহমান সুমন, আবদুল হালিম,ফরিদুল আলম লিটন বরিশাল রব সেরনিয়াবাত প্রেস ক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক এম জহির, সাংবাদিক নওরোজ হিরা, সাংবাদিক অনুসন্ধান বিডি ২৪ এর সম্পাদক ও প্রকাশক মো: আকাশ ইসলাম, সাংবাদিক এনায়েত মোল্লা, সাংবাদিক সাইফুল ইসলাম খোকন, সাংবাদিক মোঃ জাকির হোসেন সবুজ, সাংবাদিক দিপক শীল।
সার্বিক সহযোগিতায়,আমিনুল ইসলাম সুজন, জসিমউদদীন হাওলাদার, মাহমুদ আলম রাজিব,খালেদ হোসেন স্বপন,রেজাউল করিম রেজা, মোঃকামাল,আবিদ হোসেন আসাদ,ও মোঃসুজন
মুলতঃ স্থানীয় যুব সমাজের উদ্যোগ আনন্দ ভোজন ২০২৪ আয়োজন করা হয় যা কিনা শেষ পর্যায়ে একটি পারিবারিক মিলন মেলায় রুপ নেয় আয়োজক কমিটির প্রধান ও প্রধান অতিথি জিহাদুল ইসলাম জেহাদ ভাই বলেন আয়োজন মুল লক্ষ্যই ছিল সবাইকে আনন্দ দেওয়া ইনশাল্লাহ শতভাগ সাফল্য হয়েছি বলে আশাবাদী, ও আয়োজক ও সার্বিক তত্বাবধানে ছিলেন মোস্তাফিজুর রহমান মুকুল বলেন নিজেকে শতভাগ উজাড় করে চেষ্টা করছি অনুষ্ঠানে সবাইকে আনন্দ দিতে