নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক এমপি বলেছেন, বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ, একদিকে নদী ভাঙছে আরেকদিকে গড়ছে।
আগে কোনো সরকারের সময় কোনো কাজ হয়নি। তখন কেউ কাজ করতে পারতো না। এই সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রী আমারে মন্ত্রী বানানোর পর আমি রোজ ঘুইররা বেড়াই। তাওতো কিছু কাজ হইতেছে।
যে হারে নদী ভাঙতেছে, সে হারে আমরা রক্ষা করতে পারিনি, তবে আমরা চেষ্টা করতেছি। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকার নদীভাঙন কবলিত স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, এই যে জুম্মার নামাজ পড়ে আমি কিন্তু ঘুমাইনি, বিশ্রাম নেইনি। নদীভাঙন এলাকা পরিদর্শনে বেরিয়েছি। যেসব এলাকায় ভাঙন আছে সেগুলো দেখতে আসছি। ভাঙন কবলিত এলাকা শিগগিরই ঠিক করে দেওয়া হবে। এর আগে ২৫ বছর এমপি থেকেও কোনো কাজ হইছে? আমি এলাকায় এলাকায় ঘুরে ঘুরে কাজ করি। আপনাদের দুঃখ-কষ্ট লাঘব করার চেষ্টা করি।
তিনি বলেন, বরিশালের বিভিন্ন এলাকায় নদীভাঙন হচ্ছে। আজকে আমি সায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠি, কামারপাড়া, চুড়ামনসহ বেশকিছু ভাঙন কবলিত এলাকা দেখেছি। এই এলাকাগুলো নদীভাঙন কবলিত এলাকা। আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেছি। ভাঙন কবলিত এলাকা দেখে যেখানে যেখানে কাজ করতে হবে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছি, সেভাবে কাজ হবে।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা যদি আপনাদের এলাকা রক্ষা করতে চান তাহলে যে আপনাদের জন্য কাজ করে আগামী নির্বাচনে তারে ভোট দিবেন। যে যে দলই করুক, আপনারা আপনাদের এলাকা, আপনাদের ঘরবাড়ি রক্ষায় যে কাজ করে তাকে ভোট দেবেন।
ভোট দেওয়ার সময় এইসব কথাগুলো আপনারা মনে রাইখেন, নৌকা মার্কা ছাড়া কোনো বিকল্প নাই। নদীভাঙন এলাকা পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমূখ।