নিজস্ব প্রতিবেদকঃ
আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ১ টা ৪৫ মিনিট এর দিকে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার ১নং গেইট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ (৬) মাতারবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলতাফ উদ্দীনের ছেলে।
বেলা সাড়ে ১টার দিকে শিশু মারুফ বাড়ী থেকে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী টমটম তাকে চাপা দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে আহত মারুফকে দ্রুত উদ্ধার করে এবং ঘাতক টমটমটি ও ড্রাইভারকে আটক করে।
পরে মাতারবাড়ী ডিজিটাল হসপিটালে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।