নিজস্ব প্রতিবেদক :
নলছিটিতে পূর্ব শত্রুতার জের ধরে ৫০টি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গিয়েছে। শনিবার দিবাগত রাতে কে বা কাহারা উপজেলার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ জাহাঙ্গীরের হাওলাদারের বসতবাড়ীর বাগানের গাছগুলো কেটে ফেলে রাখে।
এ ব্যাপারে জাহাঙ্গীর হাওলাদার বলেন, আমাদের সাথে আমার প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে এ নিয়ে তাদের সাথে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। কয়েকদিন আগে বিরোধীয় জমিতে ঘর নির্মানে আমরা বাধা প্রদান করি। তারাই প্রতিহিংসার কারনে আমার জমির গাছগুলো রাতের আধাঁরে কর্তন করেছে।
- সরোজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন প্রজাতির প্রায় ৫০টি গাছের কাটা অংশ পড়ে রয়েছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে সন্দেহবাজনদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।