বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নদীতে নিঁখোজের ৩ দিন পর বাল্কহেডের ইঞ্জিন রুমে আটকে পড়া মিলনের লাশ উদ্ধার করা হয়েছে। শ ৪ জুন শনিবার রাত ৯ ;৪৫ সে ডুবুরিয়া বলগ্হেটের ইঞ্জিন রুমের ভেতর থেকে তার লাশ উদ্ধার করেন। উল্লেখ্য ,২ জুন বৃহস্পতিবার ভোর রাতে বাকেরগঞ্জের তুলাতলা নদীতে বালুভর্তি বাল্কহেড এমভি সালেহ-২ ডুবে শ্রমিক (সুকানি) মিলন মোল্লা (২০) নিখোঁজ হয়। নিখোঁজ মিলন মোল্লাকে উদ্ধার করতে বরিশাল ও বাকেরগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরিরা তিন দিন চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে তাকে উদ্ধার করতে শনিবার ঢাকা থেকে মোঃ নজরুল ইসলামের নেতৃত্ব তিন সদস্যের ডুবুরি দল আসে। শনিবার রাত সাড়ে ৯;৪৫ সে ডুবুরি মোঃ আবুল বাসার পানির নিচে থাকা বলগেটের ইঞ্জিন রুম থেকে নিঁখোজ মিলন মোল্লার লাশ উদ্ধার করেন। বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আব্দুল কুদ্দুস জানান, উদ্ধার হওয়া মিলনের লাশ বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ প্রয়োজনীয় তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করবেন। নিহত মিলন মোল্লা উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হীরাধর গ্রামের কালাম মোল্লার ছোট ছেলে।