Sunday , 9 October 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

বরিশালে জমজমাট লক্ষ্মী প্রতিমার হাট।

রুপন দাস:
বরিশালে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে লক্ষ্মী পূজার প্রস্তুতি। পূজাকে ঘিরে বরিশাল নগরীর হাটখোলায় হরিঠাকুর মন্দির প্রাঙ্গণে বৃহস্পতিবার থেকে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট।
সেখানে পসরা বসেছে সোলার ফুল ও মালার। পাওয়া যাচ্ছে পদ্মফুলসহ লক্ষ্মী পূজার নানাবিধ উপকরণ। শনিবার দুুপুরে হরিঠাকুর মন্দির প্রাঙ্গণের লক্ষ্মী প্রতিমার হাটে গিয়ে দেখা গেছে ক্রেতাদের প্রচুর ভিড়। হাটে কেনাবেচা ভালো হওয়ায় মৃৎ শিল্পীদেরও আয় বেড়েছে। জমজমাট হয়ে উঠেছে হাটখোলার লক্ষ্মী প্রতিমার হাট। ঝালকাঠির নলছিটি উপজেলার কুমারখালী থেকে ছোট-বড় ২০০ লক্ষ্মী প্রতিমা নিয়ে এসেছেন গবিন্দ পাল (৬০)। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে শনিবার দুপুর পর্যন্ত ৮০টি প্রতিমা বিক্রি করেছেন। বেশি বিক্রি হবে রোববার। গবিন্দ পালের আশা রোববার দুপুরের মধ্যে তার সব প্রতিমা বিক্রি করতে পারবেন।
নলছিটির কুমারখালী থেকে ৯০টি বড় প্রতিমা নিয়ে এসেছেন রতন পাল (৪৫)। শনিবার দুপুরে রতন পাল বলেন, ৮৫টি প্রতিমা তিনি বিক্রি করেছেন। রাতের মধ্যে বাকি ৫টি প্রতিমাও তিনি বিক্রি করতে পারবেন। রতন পাল ৫০০ টাকা থেকে ১০০০ টাকায় প্রতিমাগুলো বিক্রি করেছেন।
১৭৫টি ছোট-বড় প্রতিমা নিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা থেকে হাটখোলার হরিমন্দির প্রাঙ্গণে প্রতিমা বিক্রি করতে এসেছেন কালাচাঁদ পাল (৬৫)।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত তিনি প্রায় ১০০ প্রতিমা বিক্রি করেছেন। তার কাছে ১০০ টাকা থেকে সর্বাধিক ১০০০ টাকা দামের প্রতিমা আছে
কালাচাঁদ পাল বলেন, বৃহস্পতিবার থেকে প্রতিমা কিনতে প্রচুর ক্রেতা আসছেন হাটখোলার হরিমন্দিরে। ক্রেতাদের পছন্দ এবং দরদাম ঠিক হলেই বিক্রি হচ্ছে প্রতিমা। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিমা বেশি বিক্রি হবে বলে মনে করেন কালাচাঁদ পাল।
লক্ষ্মী পূজার উপকরণ মাটির ঘট, পাজাল, প্রদীপ ও লক্ষ্মীর সড়া নিয়ে এসেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের তাপস পাল (৪০)। তিনি জানান, প্রতিমার সঙ্গে লক্ষ্মী পূজার সব ধরনের মাটির উপকরণও ভাল বিক্রি হচ্ছে।
হাটখোলার হরিমন্দিরের বারান্দায় সোলার ঝাড়, ফুল ও মালার পসরা সাজিয়ে বসেছেন নলছিটির গোপাল মালাকার (৩৫)। তিনি বলেন, বরিশাল নগরীর হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে লক্ষ্মী পূজা হয়। এ কারনে সোলার ঝাড়, ফুল ও মালার বেশ চাহিদা রয়েছে। শুক্রবার বিকেল থেকে ২ শতাধিক ফুল, মালা ও ঝাড় বিক্রি করেছেন গোপাল মালাকার।
লক্ষ্মী পূজার অন্যতম উপকরণ পদ্মফুল। আর তাই সুদুর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বুনোবীর গ্রাম থেকে ১৫০০ পদ্মফুল নিয়ে শুক্রবার বরিশালের হাটখোলার হরিমন্দির প্রাঙ্গণে এসেছেন হৃদয় বিশ্বাস (৩৮)।
প্রতিটি পদ্মফুল ১০ টাকা করে বিক্রি করছেন তিনি। শনিবার দুপুর পর্যন্ত ৬০০ পদ্মফুল বিক্রি করেছেন হৃদয় বিশ্বাস। রোববারের মধ্যে সব ফুল বিক্রি করতে পারবেন বলে তিনি জানিয়েছেন। বরিশাল নগরীর সাগরদী এলাকার বাসিন্দা শিবলাল বিশ্বাস (৫০) শনিবার দুপুরে হাটখোলার হন্দিমন্দিরে এসেছিলেন লক্ষ্মী প্রতিমা কিনতে। তিনি বলেন, রোববার হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে লক্ষ্মী পূজা হবে। লক্ষ্মী দেবী তুষ্ট হলে ধন-সম্পদ ও ফসলে ধরনি পরিপূর্ণ হয়ে ওঠে। সংসারের অভাব-অনটন দূর হয়। শিবলাল বিশ্বাস বলেন, তাদের পূর্ব পুরুষরা প্রতিমা দিয়ে লক্ষ্মী পূজা করতেন। তিনিও ঘরে লক্ষ্মী প্রতিমা নিয়ে দেবীর পূজা করবেন। তার মতে, এ বছর প্রতিমার দাম বেশি।
বরিশাল জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি মানিক মুখার্জি বলেন, বরিশাল নগরীর হাটখোলা ছাড়াও জেলার আগৈলঝাড়া, গৌরনদী ও উজিরপুর উপজেলার ১৫টি স্থানে লক্ষ্মী প্রতিমার হাট বসেছে।
ওই তিন উপজেলার হাটেও উৎসব মুখর পরিবেশে লক্ষ্মী প্রতিমা বিক্রি হচ্ছে। লক্ষ্মী পূজা উপলক্ষে রোববার বিকেলে উজিরপুরের হারতায় সন্ধ্যা নদীতে অনুষ্ঠিত হবে নৌকা বাইচ ও মেলা। ১০৩ বছর ধরে এই নৌকা বাইচ ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে সারের অবৈধ মজুদ ১২’শ বস্তা সার জব্দ জরিমানা আদায়

বরিশালে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক শফিউর রহমান কামাল

স্ত্রীকে পতিতা পল্লীতে বিক্রি করে বিদেশে পারি

কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৪ টি আগ্নেয়াস্ত্র গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ ৬ ডাকাত আটক

বাকেরগঞ্জে ৩ কোটি ৭৯ লাখ টাকার সেতুতে উঠতে লাগে সিঁড়ি

যশোরের শার্শা ও বেনাপোলে পৃথক দুটি অভিযানে ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

ভোলা চরফ্যাশন উপজেলা নীল কমল ইউনিয়নে পরকীয়া বাধা দেওয়ায় গোপনাঙ্গ টিপে হত্যার চেষ্টা।

বরিশাল মাদকদ্রব্যের অভিযানে দশ হাজার পিস ইয়াবাসহ আটক এক

সাংবাদিক শুভ’র উপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ

বোরহানউদ্দিন তেঁতুলিয়ায় যৌথ অভিযানে ৩৭ টি অবৈধ বেহুন্দি জাল জব্দ