নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ আট জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার ২০ জুলাই ভোরের দিকে মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রুবেল হোসেন (৩২), নুরুল ইসলাম (৩৭), কামরুজ্জামান হোসেন (৩৫), রহিমা বিবি (৪০), বাবুল আক্তার (৩৩), কুদ্দুছ আলি (৪৫), লিপি আক্তার (২৩) ও আলিম হোসেন (৩২)। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, গ্রেফতারদের মধ্যে আলিম হোসেন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ৫ জন। এছাড়া দুজন অন্য মামলার আসামি। গ্রেফতারদের মঙ্গলবার দুপুর ১টার দিকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।