Tuesday , 5 July 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

চরকাউয়া ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৩ জন’গ্রাম পুলিশ!সেবা থেকে বঞ্চিত অর্ধলক্ষাধীক জনগণ।

রিপন রানা বরিশাল<<>>বরিশাল সরদ উপজেলার ০৭ নং চরকাউয়া ইউনিয়নে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বেসরকারী গ্রাম রক্ষা পুলিশ বাহিনীর সেবা থেকে বঞ্চিত অর্ধলক্ষাধীক জনগণ।

স্থানীয় সূত্রে জানা যায়,চরকাউয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গ্রাম রক্ষা পুলিশ সদস্য প্রতিটি ওয়ার্ডে একজন করে থেকে সাধারণ জনগণকে সেবা প্রদান করবে।

কিন্তু সরেজমিনে দেখা যায়,চরকাউয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ৯জন গ্রাম রক্ষা পুলিশ সদস্য থাকার জন্য বলা হলেও তিনজন’কে দিয়েই তিনটি ওয়ার্ডে তিনজন কর্তব্যরত আছেন।

চরকাউয়া ১নং ওয়ার্ডে গ্রাম রক্ষা পুলিশ সদস্য ইউনুস,৩ ওয়ার্ডে গ্রাম রক্ষা পুলিশ সদস্য মিন্ঠু, ৫ ওয়ার্ডে গ্রাম রক্ষা পুলিশ সদস্য শামিম কর্তব্যরত আছেন।

গ্রাম পুলিশ সদস্য সংকটে বিভিন্ন ওয়ার্ডে প্রতিনিয়ত ঘটছে চুরি, বাল্য বিবাহ, মাদক দ্রব্য ব্যবসা, ছিনতাই,ডাকাতিসহ বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতি।

এছাড়াও গ্রাম পুলিশ আরও কিছু গুরুত্বপূর্ণ দায়িতব পালন করে থাকেন যেমন-এলাকার কোন অস্বাভাবিক মৃত্যু হলে বা মার্ডার হলে লাশ পাহারা দেয়া এবং লাশ থানায় পৌঁছান পর্যমত্ম তার সংগে থাকা। থানার পুলিশ এলাকায় আসলে তাদের সর্বক্ষণের সাথী হওয়া।

সরকারি কোন উচু পর্যায়ের কর্মকর্তা এলাকা পরিদর্শনে এলে তাঁকে সাবির্ক সাহায্য করা, কোর্টের মামলা মোকদ্দমার নোটিশ জারী এবং চেয়ারম্যান ও সদস্যদের আদেশানুসারে কাজ করা।

গ্রাম পুলিশগণ বর্তমানে থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদের যৌথ নিয়ন্ত্রনে কাজ করে। প্রতি সপ্তাহে তাদেরকে থানায় এবং সময় সময় ইউনিয়ন পরিষদ অফিসেও হাজিরা দিতে হয়। গ্রাম আদালতের বিচারকালে তাদের উপস্থিত থাকতে হয়। এমনিভাবে দেখা যায়, গ্রাম পুলিশগণ বিভিন্ন দায়িতব পালন করে আসছেন।

এবিষয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদের) চেয়ারম্যান মনিরুল ইসলাম (ছবি) বলেন,বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করে,জনগণের সেবার থেকে কেউ যেনো বঞ্চিত না হয়,তার জন্য আমরা খুব তারাতাড়ি গ্রাম রক্ষা পুলিশ সদস্য বাড়াবো।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান (আসাদ)জানান আমার উর্ধতম কর্মকর্তার সাথে বিষয়টি নিয়ে আলাপ করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানকে মুঠোফোনে কল দিলে সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শুরু হলো শোকের মাস

ঝিনাইদহে আ’লীগ নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা

পাকিস্তানি বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬

বন্যার পানি উঠায় ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের ৯৪তম আন্দোলন কেউ কথা রাখেনি।

উন্নত মানসিকতা সততা দেশপ্রেম সুশিক্ষাই পারে দেশকে সমৃদ্ধি করতে এস এম শাহজাদা (এমপি)

পিরোজপুরে নিখোঁজের ৩ দিন পর মাটি চাপা দেওয়া অবস্থায় যুবকের লাশ উদ্ধার

পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে দেড় মাসের এক শিশু নিহত।

চেয়ারম্যান পদে আব্দুল মমিন টুলুসহ সদস্য পদে ১০জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

গলাচিপায় এলজিইডি ‘র এলসিএস কর্মীদের চেক বিরতণ