ড্রেক্স রিপোট: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে একটি নির্মাণাধীন ফ্যাক্টরীর পাইলিংয়ের কাজ চলার সময় গ্যাস লাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৭ টায় আগুনের প্রাথমিক সুত্রপাত, ইপিজেড এর একটি খালি প্লটে নতুম ভবনের নির্মাণাধীন পাইলিং এর কাজ করছিলেন শ্রমিকরা। পাইলিং মেশিনের চাপে সকাল দশটার দিকে গ্যাস লাইন ফেটে আগুন ধরে যায়। পাইলিং মেশিনটি মাটির ৩০-৪০ ফুট গভীরে চলে যায়। এসময় হঠাৎ বিস্ফোরিত হয়ে গ্যাসের লাইনে আগুন ধরে যায়। এ আগুন প্রায় ৩০০ ফুট উঁচু হয়ে জ্বলতে থাকে। শুক্রবার হওয়ায় ইপিজেড এর বেশির ভাগ প্রতিষ্ঠান বন্ধ ছিলো। দীর্ঘ ৯ ঘন্টার চেষ্টার পর বিকেল ৫ টার সময় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটের ৯ টি ইউনিটের ৬৫ জন দক্ষ কর্মী।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনসহ বিভিন্ন ষ্টেশনের ৯টি ইউনিট ও ৬৫ জন দক্ষ কর্মী ইতোমধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছে। আগুনের সুত্রপাত পরে বলা যাবে। কোন হতাহত নেই।
তিনি জানান, গ্যাস লাইনে গ্যাস সরবরাহ বন্ধ না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। এখন গ্যাস সরবরাহ বন্ধ হওয়াতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিং এর কাজ চলছে।#