ভোলা চরফ্যাশনে শশীভুশন থানাধীন বিশ্ব নবীকে কে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।। এম মাহবুবুর রহমান নাজমুল ব্যুরোচীফ চরফ্যাশন ভোলা থেকে ।। হযরত মুহাম্মদ (সঃ) ও মা আয়েশা ( রাঃ) এর শানে কুরুচিপূর্ণ মন্তব্য করায় নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের সর্বোচ্চ শাস্তির দাবীতে চরফ্যাশন উপজেলা শশীভুশন থানাধীন সকাল ১০ টার সময় শশীভুশন বাজারের জামে মসজিদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শশীভুশন থানাধীন ইসলামি ঐক্য পরিষদ ও মুসল্লীরা।বিভিন্ন এলাকা তেকে আশা গ্রাম-গঞ্জে শান্তি পূর্ণ ভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। শশীভুশন থানাধীন শশীভুশন বাজার মসজিদ সহ দক্ষিণ আইচা সরক থেকে শুরু করে শশীভুশন নতুন বাজার এলাকার মুসল্লীরা একই দাবীতে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শশীভুশন নতুন বাজার মোরে প্রতিবাদ সমাবেশ করেন। ওই সময় বক্তৃতা রাখেন,সভাপতি মাওলানা নুরে আলম নুরানি, সাধারণ সম্পাদক মাওলানা সালাউদ্দিন সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন, এওায়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃরেজাউল করিম সহ নেতৃবৃন্দ । প্রতিবাদ সমাবেশে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবী করে অতি বিলম্বে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানানো হয়, জাতীয় মহান সংসদে এর প্রতিবাদে নিন্দা প্রস্তাব জানিয়ে ভারতের দূতাবাস কে তলব করার। আর যেনো কোন কুলাঙ্গার মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করার সাহস না করে সে ধরনের কঠোর আইন প্রয়োগ করতে দেশ ও বহিঃবিশ্বের নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রতিবাদকারী ও মুসল্লীরা। শশীভুশন থানা ইসলামী ঐক্য পরিষদ ও ইসলামি আন্দোলন বাংলাদেশ, শশীভুশন থানা শাখার উদ্যােগে এ বিক্ষোভ সমাবেশে মুসল্লীরা অংশগ্রহণ করেন।