বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৪টি আগ্নেয়াস্ত্র’সহ সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৪ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের সীমান্তবর্তী ক্যাংগার বিল এলাকায় পাহাড়ের অরণ্যে অভিযান চালায় বিজিবি। এ সময় চোরাকারবারি চক্রের একটি আস্তানা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি অস্ত্র এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি বিজিবি ১১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম জানান, সীমান্ত সুরক্ষা এবং অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত আছে। নিয়মিত টহলের একটি দল অভিযান চালিয়ে ৩টি অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার করেছে। অস্ত্র সরঞ্জাম গুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।