বরিশালের আগৈলঝাড়ায় কাউন্সিলের মাধ্যমে স্বচ্ছ কমিটি গঠণ করে তৃণমুল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত গ্রহনের মধ্য দিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা পরিষদ ডাক বাংলো সভা কক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদারের সভাপতিত্বে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
ওই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ছাত্রদলের সাধারণ সম্পাদকের বক্তব্যর সমালোচনা করে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ছাত্রদলের ওই নেতাকে সর্বত্র প্রতিহত করারও ঘোষণা দেন নেতৃবৃন্দ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সৈকত মন্ডল দীপুর’র সঞ্চালনায় কর্মী সভায় বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি জসীম উদ্দিন মৃধা, প্রচার সম্পাদক মনোতোষ বৈরাগী, বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবীর মৃধা, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফকরুল ইসলাম, মোশারফ হোসেন খন্দকার।
কর্মী সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক তপন বসুসহ স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।